হাওর বার্তা ডেস্কঃ পাবনায় প্রান্তিক কৃষকের কাছ থেকে তালিকার মাধ্যমে আমন ধান সংগ্রহের কার্যক্রম শুরু হয়েছে।বুধবার দুপুরে পাবনা সদর উপজেলার আতাইকুলা ইউনিয়নের কুচিয়ামাড়া গ্রামের ৭নং ওয়ার্ডে ধান সংগ্রহের কার্যক্রমের শুভ উদ্বোধন করেন পাবনা সদর আসনের সংসদস সদস্য গোলাম ফারুক প্রিন্স।২৬টাকা কেজি হিসাবে এক হাজার চল্লিশ টাকা মন দরে ৬৪৮ জন তালিকাভুক্ত কৃষকের কাছ থেকে সর্বনিম্ন ৫ মন থেকে এক টন পর্যন্ত ধান সংগ্রহ করা হবে বলে জানা গেছে। পাবনা জেলাতে ৯ হাজার ৮০ মেট্রিকটন আমন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। যার মধ্যে পাবনা সদর উপজেলায় ২১৯৪ মেট্রিকটন ধান সংগ্রহ করা হবে বলে জানান সংশ্লিষ্ঠ কর্মকর্তারা। এই মৌসুমের চলতি মাসের ২০ নভেম্বর থেকে এই কার্যক্রম শুরু হয়ে চলবে ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত।ধান সংগ্রহের উদ্বোধনী অনুষ্ঠানে পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন’র সভাপতিত্বে কৃষকদের নিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শামসুুন নাহার রেখা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এ কে এম শহিদুল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা মাসুম বিল্লাহ, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক তৌফিকুল আলম, সদর উপজেলার ভারপ্রাপ্ত খাদ্য পরিদর্শক মাহাবুবা পারভিন, নূরপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত পরিদর্শক মোহম্মদ আলী মিঞাসহ স্থানীয় ইউনিয়নের কৃষকবৃন্দ।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা সদর আসনের সংসদ সদস্য পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য গোলাম ফারুক প্রিন্স।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় বাংলাদেশ এখন শুধু খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশই নয় বরং উদ্বৃত্ত খাদ্য শষ্যের দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। ধান আমাদের প্রধান ফসল। বাম্পার উৎপাদনে ধানের মূল্য কম হওয়ায় সরকার অত্যন্ত আন্তরিকতার সাথে কৃষকদের যথাযথ মূল্য নিশ্চিতে সম্ভাব্য সকল প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সরাসরি ধান ক্রয় চলছে কৃষকদের কাছ থেকে।আমন ধান সংগ্রহ ২০১৯-২০ মৌসুমে উন্মুক্ত লটারীর মাধ্যমে তালিকাভুক্ত সকল প্রান্তিক সাধারণ কৃষকের কাছ থেকে ধান পর্যায়ক্রমে ধান কেনা হবে বলে জানান তিনি। এসময় সরকারের এই মহৎ উদ্যেগে সকলকে সাথে থাকার আহবান জানান তিনি।
সংবাদ শিরোনাম
পাবনায় সরকারিভাবে তালিকার মাধ্যমে আমন ধান সংগ্রহ শুরু হয়েছে
- Reporter Name
- আপডেট টাইম : ১২:৫০:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০১৯
- ২৪৬ বার
Tag :
জনপ্রিয় সংবাদ