হাওর বার্তা ডেস্কঃ আবারও হ্যাকারদের আক্রমণের স্বীকার হতে পারে হোয়াটস অ্যাপ, এমন সতর্কতা জারি করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমটি।
রুশ সংবাদ মাধ্যম আরটি জানায়, ইসরায়েলি সংস্থার পেগাসাস স্পাইওয়্যার স্ক্যান্ডালের পর আবারও হুমকির মুখে ফেসবুক অধীনস্থ বার্তা আদান-প্রদানের মাধ্যমটি।
ভুয়া হোয়াটস অ্যাপ কলের মাধ্যমে ফোনে আড়ি পাতার চেষ্টা করছে হ্যাকাররা। এর আগে গত মে মাসে একই ধরনের সতর্কতা জারি করে জাকারবার্গের প্রতিষ্ঠান।
হোয়াটস অ্যাপের দাবি, এ বছরের ২৯ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত ১২ দিনে সেলফোনে হোয়াটস অ্যাপ ব্যবহার করেন এমন অন্তত ১ হাজার ৪০০ জন ওই নজরদারির শিকার হয়েছেন।
স্পাইওয়্যার ছড়িয়ে আড়ি পাতার জন্য ইসরায়েলের এনএসও গ্রুপের বিরুদ্ধে আইনি পদক্ষেপও গ্রহণ করে হোয়াটস অ্যাপের ।
যাদের ফোনে আঁড়ি পাতা হয়েছে তাদের মধ্যে রয়েছেন ভারতের বেশ কয়েক জন সাংবাদিক, দলিত আন্দোলনের নেতা, মানবাধিকার কর্মী ও রাজনৈতিক নেতাও।