বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জামিনে মুক্তি ও সুচিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন বিএনপি দলীয় সংসদ সদস্য মো. হারুনুর রশীদ। বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে আলোচনার সুযোগ নিয়ে তিনি অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি দাবি করেন।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে সংসদ নেতা ও প্রধানমন্ত্রীর শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে বিএনপির সংসদ সদস্য বলেন, গত সংসদ অধিবেশনের পর সরকারের অনুমতি নিয়ে আমরা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে পিজি হাসপাতালে গিয়েছিলাম। সত্যিকার অর্থে উনার শারীরিক অবস্থা খুব খারাপ। তিনি (খালেদা জিয়া) বাংলাদেশের তিন বারের প্রধানমন্ত্রী। দীর্ঘদিন বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন করেছেন। দেশের আন্দোলন সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আমি সংসদ নেতাকে বিনীতভাবে অনুরোধ করব- অন্তত উনার চিকিৎসার জন্য জামিনে মুক্তি দিন। উনার সুচিকিৎসার ব্যবস্থা করুন।
হারুনুর রশীদ বলেন, তার (খালেদা) বয়স হয়েছে। চলাফেরা করতে পারেন না। আমরা বিরোধী দলের সংসদ সদস্যরা যোগদান করেছি। এই সংসদে বাস্তব বিষয়গুলো তুলে ধরছি। মাননীয় সংসদ নেতার কাছে বিষয়টি দৃষ্টিতে এনে আমি অনুরোধ করব খালেদা জিয়ার বিষয়টি বিবেচনার জন্য। আমরা আশা করবো দ্রুতই তিনি মুক্তি পাবেন।