তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সরকারের নির্বাচনী ইশতেহার আলোকে অনলাইন গণমাধ্যম নীতিমালা-২০১৫ শিরোনামে একটি নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। আন্তঃমন্ত্রণালয় প্রস্তাবিত অনলাইন নীতিমালা শিগগিরই চূড়ান্ত করা হবে। নীতিমালা প্রণয়নের জন্য একটি মূল কমিটি ও একটি সাব-কমিটি গঠন করা হয়েছে বলে জানান তিনি। রোববার সন্ধ্যায় জাতীয় সংসদে প্রশ্নোত্তরপর্বে পটুয়াখালী-৩ আসনের আ খ ম জাহাঙ্গীর হোসাইনের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এ তথ্য জানান। তথ্যমন্ত্রী বলেন, সাব-কমিটি প্রস্তাবিত নীতিমালা মূল কমিটিতে উপস্থাপনপূর্বক চূড়ান্ত করে চলতি বছরের ৬ আগস্ট মতামত গ্রহণের জন্য ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। তিনি বলেন, লিখিত মতামতের জন্য আরো ১৬টি মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছিল। মন্ত্রণালয়ের মতামত পাওয়া গেছে। শিগগিরই আন্তঃমন্ত্রণালয় সভা করে প্রস্তাবিত নীতিমালাটি চূড়ান্ত করা হবে।
সংবাদ শিরোনাম
শিগগিরই অনলাইন নীতিমালা চূড়ান্ত : তথ্যমন্ত্রী
- Reporter Name
- আপডেট টাইম : ০৮:১৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০১৫
- ৪৬৩ বার
Tag :
জনপ্রিয় সংবাদ