হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের হাওরে শতভাগ বিদ্যুৎ নিশ্চিত করার লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।
আজ বিকেলে মিঠামইন বিদ্যুৎ সাবষ্টেশনে ১০ এমবিএ থেকে ২০ এমবিএতে উন্নীতকরণ করা হয়। এ উন্নীতকরণের উদ্বোধন করেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।
আর এ উন্নীতকরণের ফলে হাওরে বিদ্যুতের সমস্যা অনেকটাই কমে আসবে বলে ধারণা করা হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন- মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রভাংশু সোম মহান, মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রব্বানী, মিঠামইন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শরীফ কামাল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সমীর কুমার বৈষ্ণব, কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি সভাপতি তারেক কামালসহ প্রমূখ।