হাওর বার্তা ডেস্কঃ ফেসবুকের ফটো শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রামে নতুন টুল উন্মুক্ত করেছে। জানা গেছে, ফিচারটি ইমেইল ফিশিং আক্রমণের হাত থেকে গ্রাহককে রক্ষা করবে। এতে অ্যাপটির ব্যবহারকারীরা বেশ স্বস্তিতেই থাকবেন।
প্রযুক্তি সাইট ভার্জ-এর খবরে বলা হয়েছে, অ্যাপের নিরাপত্তা সেটিংসে যাচাইকৃত ইমেইলগুলো ‘ইমেইলস ফ্রম ইনস্টাগ্রাম’ ক্যাটাগরিতে সংরক্ষণ করা থাকবে। এভাবে এই ট্যাবে ইমেইলের তথ্য সংরক্ষণে রাখা হবে দুই সপ্তাহ। সেটি কোনো ফিশিং মেইল কি-না তাও জানা যাবে।
জানা গেছে, এই টুলের মধ্যেমে ইনস্টাগ্রামে আসা ইমেইলগুলো বৈধ হিসেবে ধরে নিতে পারবেন। যদি এই ট্যাবে না থাকে তাহলে ওই ইমেইলটি ফিশিং হতে পারে। আর এসকল মেইলের মাধ্যমেই ছদ্মবেশে ব্যবহারকারীর ইউজারনেইম এবং পাসওয়ার্ড জেনে নিতে পারে আক্রমণকারী। এক্ষেত্রে মেইলটি মুছে ফেলার পরামর্শ দেয়া হয়েছে।