হাওর বার্তা ডেস্কঃ আবু সোলায়মান দারানী বলেন, যে ব্যক্তি আল্লাহর কাছে কোন প্রার্থনা করতে চায়, তার উচিত, প্রথম দরূদ পাঠ করা এবং দরূদ দ্বারা দোয়া শেষ করা কেননা, আল্লাহ উভয় দরূদ কবুল করেন।
আরো পড়ুনঃ
ইসলামের দৃষ্টিতে স্বপ্ন ও স্বপ্নের ব্যাখ্যা ও তার ফলাফল
আত্মহত্যাকারী কি চিরস্থায়ী জাহান্নামী হবে? ইসলাম কি বলে?
মোটা হয়ে যাচ্ছেন? ওজন কমানোর সহজ ও পরিক্ষীত উপায়
ওজন বাড়বে কিভাবে? মোটা হওয়ার সহজ ও পরিক্ষীত উপায়
কোমর ব্যথা থেকে স্থায়ীভাবে মুক্তির উপায় ও কোমর ব্যথার ব্যায়াম
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন : যখন তোমরা আল্লাহর নিকট চাও তখন আমার প্রতি দরূদ পাঠ কর। আল্লাহর শান এরূপ নয় যে, কেউ তার কাছে দুইটি জিনিস চাইলে একটি পূর্ণ করবেন এবং অপরটি করবেন না। সূরা এখলাছ তিনবার পাঠ করে আল্লাহ্’র দরবারে দোয়া করলে আল্লাহ্ নেক আশা পূর্ন করেন।
যে ব্যক্তি দৈনিক এশার নামাজ পর এই পাক নামটি ইয়া জাহিরু ১০০ বার পাঠ করে তার মনের সকল নেক বাসনা পূর্ণ হয়। সূত্র:প্রতিদিনের আমলের কিতাব ।