হাওর বার্তা ডেস্কঃ ছোট পর্দা থেকে বড়পর্দায় এসে বেশ কয়েকটি চলচ্চিত্র উপহার দিয়েছেন অভিনেত্রী মৌসুমী হামিদ। ‘ব্লাকমেইল’, ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী’ ও ‘মেন্টাল’সহ কয়েকটি ছবিতে তার অভিনয় দর্শকের কাছে প্রশংসিত হয়। এরপরেও বাণিজ্যিক ছবিতে পিছিয়ে আছেন এ অভিনেত্রী। বর্তমানে তার হাতে নতুন কোনো চলচ্চিত্র নেই বলে জানান। সর্বশেষ তার মুক্তিপ্রাপ্ত ছবি হলো ইমপ্রেস টেলিফিল্মের ‘ভালোবাসার রাজকন্যা’। গেল ঈদে এটি মুক্তি পায়। এটি নির্মাণ করেন রাজু আলিম। মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত গাজী রাকায়েতের ‘গোর’ চলচ্চিত্রটি।
এদিকে ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ শিরোনামের আরো একটি চলচ্চিত্রের শুটিং শেষ করেছেন দীর্ঘদিন হলো। এটির নির্মাতা আরিফুর জামান আরিফ। ছবিটি কবে মুক্তি পাবে তা নিশ্চিত নন বলে জানান মৌসুমী। নতুন চলচ্চিত্র থেকে দূরে কেন? এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমার অভিনীত প্রায় সব চলচ্চিত্র দর্শকের কাছে প্রশংসিত হয়েছে। তারপরেও নির্মাতারা আমাকে নিয়ে কাজ করতে আগ্রহী না। সেটির কারণ আমার অজানা। তবে আমি অনেকের মতো চলচ্চিত্রের নির্মাতাদের সঙ্গে হয়তো সখ্যতা গড়তে পারি না এটি সত্যি। হয়তো তাই আমার হাতে চলচ্চিত্র নেই।
এ অভিনেত্রী বর্তমানে টিভি নাটকে ব্যস্ত সময় পার করছেন। মাছরাঙা টেলিভিশনে প্রচার হচ্ছে তার অভিনীত ধারাবাহিক নাটক ‘বেমানান’ এবং বাংলাভিশনে ‘জায়গীর মাস্টার’। দুটি ধারাবাহিকেই মৌসুমী ভিন্ন চরিত্রে অভিনয় করছেন বলে জানান। ধারাবাহিকের বাইরে খন্ড নাটক ও টেলিছবিতেও নিয়মিত অভিনয় করছেন তিনি।