হাওর বার্তা ডেস্কঃ বিগ বস’-এর প্রতিযোগী সাংবাদিক শেফালি বাগ্গকে তুলোধোনা করলেন অভিনেত্রী জেরিন খান। অভিনেত্রী রেশমি দেশাইকে শরীর নিয়ে মন্তব্য করেছিলেন শেফালি। প্রতিযোগিতা চলাকালীনই এমন ঘটনা ঘটেছিল। কিন্তু এভাবে কাউকে বলা পছন্দ হয়নি জেরিনের। তাই সোশ্যাল মিডিয়ায় শেফালিকে বিঁধলেন তিনি। প্রতিবাদ করলেন এমন আচরণের। ইনস্টাগ্রামে জেরিন লিখেছেন, শেফালি যেভাবে রেশমিকে বলেছেন, তা খুব লজ্জাজনক। একজন নারী হিসেবে অন্য এক নারীকে এমন মন্তব্য করা সত্যিই দুঃখের।
শেফালি পেশায় একজন সাংবাদিক। তিনি এমন মন্তব্য করবেন, তা মেনে নেয়া যায় না। শেফালি একজন সাংবাদিক হয়েও নারীদের সম্পর্কে এমন ভাবেন? প্রশ্ন তোলেন জেরিন। তিনি বলেন, তিনি শুধু রেশমি দেশাইকেই শরীর নিয়ে কটাক্ষ করেননি। এমনকী আরতি সিংয়ের ব্যক্তিগত জীবন নিয়েও মন্তব্য করেন। এটা কখনোই উচিত নয়। যদিও নিজের সাফাই গেয়েছেন শেফালিও।
বলেছেন, ‘বিগ বস’-এর ঘরে তাকে যে টাস্ক দেওয়া হয়েছিল, তা পূরণ করার জন্যই তিনি এসব করেছিলেন। পরে তিনি ক্ষমাও চেয়ে নেন।