ঢাকা ০৫:৩০ অপরাহ্ন, বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

সবাইকে টেক্কা দিয়ে ভাঁজফোন লঞ্চ করল মাইক্রোসফট

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:১৬:২৩ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০১৯
  • ২২৪ বার

সবাইকে টেক্কা দিয়ে স্মার্টফোনের বাজারে আলোড়ন সৃষ্টি করল মাইক্রোসফট। স্যামসাং, হুয়াওয়ে, অ্যাপলকে পেছনে ফেলে ডুয়েল স্ক্রিনের ফোল্ডিং ফোন নিয়ে এল মার্কিন কোম্পানিটি।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, ঠিক যেন বইয়ের মতো এই স্মার্টফোনটি চলবে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে।  ৫.৬ ইঞ্চির দুটি ডিসপ্লে রয়েছে যা ৩৬০ ডিগ্রি রোটেট হবে। ভাঁজ খোলার পরে স্ক্রিনের সাইজ হচ্ছে ৮.৩ ইঞ্চি। স্ন্যাপড্রাগন ৮৫৫ প্রসেসর থাকবে ফোনটিতে।

উইন্ডোজ মোবাইল টেনের ব্যর্থতার পর কেউ ভাবতেই পারেনি, ফোল্ডিং ফোন নিয়ে এসে আলোড়ন সৃষ্টি করবে মাইক্রোসফট। সারফেস ডুও নামে ফোনটি আগামী বছর থেকেই কিনতে পারবেন গ্রাহকেরা।

তবে একটি নয়, একই সঙ্গে বাজারে আরও একটি ডুয়েল স্ক্রিন ল্যাপটপ নিয়ে আসছে মাইক্রোসফট। নাম ‘সারফেস নিয়ো’। এর স্ক্রিন ৯ ইঞ্চির। একইভাবে ৩৬০ ডিগ্রি রোটেট হবে।

তবে এ বছরের এপ্রিলে প্রথম ফোল্ডিং ফোন নিয়ে আসে স্যামসাং। এ ফোনকে ঘিরে মানুষের আগ্রহের শেষ না থাকলেও শেষপর্যন্ত সেটি আশাহত করেছে তাদের। কারণ গ্যালাক্সি ফোল্ড নিয়ে আছে বেশ কিছু অভিযোগ। কয়েকদিন পরেই খুলে আসছে ফোনের স্ক্রিন। বারবার ফোন বন্ধ হওয়ারও অভিযোগ করেছেন অনেকে।

ফলে হুয়াওয়ে, অ্যাপলসহ অন্যান্য কোম্পানিগুলোর ভাঁজফোনের জন্য এখন অপেক্ষা স্মার্টফোনপ্রেমীদের।

এদিকে হুয়াওয়ে আনছে ফোল্ডেবল স্ক্রিনের ফোন ম্যাট এক্স। অক্টোবরেই আকর্ষণীয় ফোনটি লঞ্চ হচ্ছে বলে জানা গেছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে টিজার প্রকাশ হওয়ার পর ম্যাট এক্সের দিকে তাকিয়ে আছেন স্মার্টফোন উত্সাহীরা। আবার অক্টোবরের শেষেই বাজারে আসার কথা স্যামসাংয়ের আরেকটি ফ্লোডেবল স্মার্টফোনও।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

সবাইকে টেক্কা দিয়ে ভাঁজফোন লঞ্চ করল মাইক্রোসফট

আপডেট টাইম : ০৩:১৬:২৩ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০১৯

সবাইকে টেক্কা দিয়ে স্মার্টফোনের বাজারে আলোড়ন সৃষ্টি করল মাইক্রোসফট। স্যামসাং, হুয়াওয়ে, অ্যাপলকে পেছনে ফেলে ডুয়েল স্ক্রিনের ফোল্ডিং ফোন নিয়ে এল মার্কিন কোম্পানিটি।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, ঠিক যেন বইয়ের মতো এই স্মার্টফোনটি চলবে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে।  ৫.৬ ইঞ্চির দুটি ডিসপ্লে রয়েছে যা ৩৬০ ডিগ্রি রোটেট হবে। ভাঁজ খোলার পরে স্ক্রিনের সাইজ হচ্ছে ৮.৩ ইঞ্চি। স্ন্যাপড্রাগন ৮৫৫ প্রসেসর থাকবে ফোনটিতে।

উইন্ডোজ মোবাইল টেনের ব্যর্থতার পর কেউ ভাবতেই পারেনি, ফোল্ডিং ফোন নিয়ে এসে আলোড়ন সৃষ্টি করবে মাইক্রোসফট। সারফেস ডুও নামে ফোনটি আগামী বছর থেকেই কিনতে পারবেন গ্রাহকেরা।

তবে একটি নয়, একই সঙ্গে বাজারে আরও একটি ডুয়েল স্ক্রিন ল্যাপটপ নিয়ে আসছে মাইক্রোসফট। নাম ‘সারফেস নিয়ো’। এর স্ক্রিন ৯ ইঞ্চির। একইভাবে ৩৬০ ডিগ্রি রোটেট হবে।

তবে এ বছরের এপ্রিলে প্রথম ফোল্ডিং ফোন নিয়ে আসে স্যামসাং। এ ফোনকে ঘিরে মানুষের আগ্রহের শেষ না থাকলেও শেষপর্যন্ত সেটি আশাহত করেছে তাদের। কারণ গ্যালাক্সি ফোল্ড নিয়ে আছে বেশ কিছু অভিযোগ। কয়েকদিন পরেই খুলে আসছে ফোনের স্ক্রিন। বারবার ফোন বন্ধ হওয়ারও অভিযোগ করেছেন অনেকে।

ফলে হুয়াওয়ে, অ্যাপলসহ অন্যান্য কোম্পানিগুলোর ভাঁজফোনের জন্য এখন অপেক্ষা স্মার্টফোনপ্রেমীদের।

এদিকে হুয়াওয়ে আনছে ফোল্ডেবল স্ক্রিনের ফোন ম্যাট এক্স। অক্টোবরেই আকর্ষণীয় ফোনটি লঞ্চ হচ্ছে বলে জানা গেছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে টিজার প্রকাশ হওয়ার পর ম্যাট এক্সের দিকে তাকিয়ে আছেন স্মার্টফোন উত্সাহীরা। আবার অক্টোবরের শেষেই বাজারে আসার কথা স্যামসাংয়ের আরেকটি ফ্লোডেবল স্মার্টফোনও।