হাওর বার্তা ডেস্কঃ সমকামীতার পর প্রতিশ্রুত টাকা না দেওয়ায় খুন হন ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ‘ইসরোর’ বিজ্ঞানী সুরেশ কুমার। গত ১ অক্টোবর তাকে খুন করা হয়। এ তথ্য নিশ্চিত করেছে ভারতীয় পুলিশ।
এ বিষয়ে সংবাদ সম্মেলনে হায়দরাবাদের পুলিশ কমিশনার অঞ্জনি কুমার জানান, বিজ্ঞানীর ফোনের কল ডিটেলস, ওই ঘর থেকে পাওয়া রক্তের নমুনা এবং পড়ে থাকা চুল থেকেই তারা খুনির হদিশ পেয়েছেন।
তিনি আরো জানান, গ্রেফতারকৃত টেকনিশিয়ান জে শ্রীনিবাস ধারালো ছুরি দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে খুন করে ইসরোর বিজ্ঞানী সুরেশ কুমারকে। সেক্সুয়াল অ্যাক্টিভিটির জন্য প্রতিশ্রুতি অনুযায়ী টাকা দেননি সুরেশ। সেই নিয়ে বাকবিতণ্ডাতেই শ্রীনিবাসের হাতে তিনি খুন হন।
এই পুলিশ কর্মকর্তার দাবি, জেরায় খুনের কথা স্বীকার করেছে টেকনিশিয়ান। বিজ্ঞানী যে গে-সেক্সের কারণেই খুন হয়েছেন, তাও গ্রেফতারকৃতকে জেরা করে জানা গিয়েছে। সুরেশ কুমারের বাড়িতে তার নিয়মিত যাতায়াতও ছিল।
পুলিশ কমিশনার জানান, গ্রেফতারকৃত শ্রীনিবাসই যে বিজ্ঞানীকে খুন করেছে, সেই সংক্রান্ত একাধিক প্রমাণ পুলিশের হাতে রয়েছে। ওই টেকনিশিয়ানের কাছ থেকে কুমারের সোনার আংটি, খোওয়া যাওয়া নগদ ১০ হাজার টাকা, মোবাইল ফোন উদ্ধার হয়েছে। শ্রীনিবাসের খুনে জড়িত থাকার একটা প্রমাণ হচ্ছে, বিজ্ঞানীর আবাসনের দরজা বাইরে থেকে বন্ধ করা ছিল।