অভ্যন্তরীণ কোন্দলে দুই দল সন্ত্রাসীর বন্দুকযুদ্ধে নিহত ১

মেহেরপুরে দুই দল সন্ত্রাসীর মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এতে ইসমাইল হোসেন বাক্কা নামে এক সন্ত্রাসী নিহত হয়েছেন। শুক্রবার রাত ৩টার দিকে সদর উপজেলার নতুন দরবেশপুর গ্রামের সিরাজুল ইসলামের আম বাগানে এ ঘটনা ঘটে।

এ সময় ঘটনাস্থল থেকে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি, দুটি কার্তুজ ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

নিহত ইসমাইল হোসেন চুয়াডাঙ্গা জেলার আকন্দবাড়ি গ্রামের মোল্লা পাড়ার মৃত সাদেক আলীর ছেলে।

মেহেরপুর সদর উপজেলার বারাদী ক্যাম্প ইনচার্জ এসআই আব্বাস আলী জানান, সদর উপজেলার নতুন দরবেশপুর এলাকায় গোলাগুলির শব্দ শুনে সেখানে অভিযানে যায় পুলিশ। পরে একটি আমবাগানে গুলিবিদ্ধ অবস্থায় বাক্কাকে পড়ে থাকতে দেখে। পরে তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সন্ত্রাসীদের অভ্যন্তরীণ কোন্দলের কারণে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে জানান তিনি।

মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা বলেন, নিহত বাক্কা চুয়াডাঙ্গা এলাকার তালিকাভুক্ত সন্ত্রাসী। তার নেতৃত্বে ছিল একটি সন্ত্রাসী গ্রুপ। হত্যা, বোমাবাজি, চাঁদাবাজি ডাকাতিসহ বিভিন্ন মামলার আসামি বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।

 

 

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর