সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের বিরুদ্ধে দুই মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন চাঁদপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।
সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অরুনার্থ চক্রবর্তী বৃহস্পতিবার দুপুরে শুনানি শেষে এই গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০০৮ সালের ১ জানুয়ারি কচুয়া উপজেলার মনোহরপুর এলাকায় দলবল নিয়ে হত্যার চেষ্টার অভিযোগে আওলাদ সরকার নামে একজন এহসানুল হক মিলনের বিরুদ্ধে একটি মামলা করেন। এর আগে ২০০৭ সালের ১ জুন আবদুল্লাহ আল মামুন নামে আরেক ব্যক্তি ‘পিস্তল ঠেকিয়ে চাঁদা দাবি ও হত্যার চেষ্টা’ অভিযোগে সাবেক এই শিক্ষা প্রতিমন্ত্রীর বিরুদ্ধে আরেকটি মামলা করেন। ওই মামলা দুটিতে বৃহস্পতিবার গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।