হাওর বার্তা ডেস্কঃ খালেদা জিয়া উঠে দাঁড়াতে পারেন না, তাঁর সারা শরীরে ব্যথা, এমন কি মুখে তুলে খেতেও পারেন না বলে জানিয়েছেন তার বড় বোন বেগম সেলিমা ইসলাম।
বিএসএমএমইউতে বিএনপি চেয়ারপারসনের সাথে দেখা করে সেলিমা ইসলাম সাংবাদিকদের এ কথা জানান।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে হাসপাতালের কেবিন ব্লকে থাকা বেগম জিয়ার সঙ্গে দেখা করেন তার স্বজনরা। সেখানে প্রায় দেড় ঘন্টা অবস্থান করেন তারা।
এরপর হাসপাতাল থেকে বের হয়ে সাংবাদিকরা জানতে চাইলে বেগম সেলিমা ইসলাম বলেন, বেগম জিয়ার শারীরিক পরিস্থিতির আরো অবনতি ঘটেছে।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার আমার সংবাদকে জানান, খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম ও তার স্বামী রফিকুল ইসলামসহ পাঁচজন বেগম জিয়ার সঙ্গে সাক্ষাতের অনুমতি পান।