মধু মাস। কেউ জামাই বাড়ি পাঠাচ্ছেন ফল। কেউ আবার আপন পরিবারের জন্য কিনছেন। তবে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের বাবা দুটোর কোনোটিই করলেন না। লিচুর ঝুড়ি তিনি পাঠিয়ে দিলেন ঢাকায় অবস্থানরত পুত্রবধূ সাকিব উম্মে আল হাসান শিশিরের ঘরে।
গতকাল মাগুরা থেকে পাঠানো ফল পাওয়ার পর তার ছবি তুলে ফেসবুকে পোস্ট করেন শিশির।
উচ্ছ্বসিত শিশির ক্যাপশনে লিখেছেন, ‘Sent by shoshur for me ☺’