যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দেয়া বিবৃতির শক্ত জবাব দেবে সরকার বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বিবৃতির শক্ত জবাব দিতে প্রস্তুতি নিচ্ছি আমরা। দু-একদিনের মধ্যেই তাদের জবাব পাঠানো হবে। তিনি বলেন, তাদের বিরুদ্ধে যা করার সবই করব। তাদের বিবৃতির জবাবও পাঠানো হচ্ছে। উল্লেখ্য, গত ২৭ অক্টোবর লন্ডনভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক বিবৃতিতে বলে, ২ নভেম্বর বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের রিভিউ পিটিশনের শুনানি হবে। তাদের দণ্ড বহাল রাখা হলে তাদের মৃত্যুদণ্ড রহিত করার আর কোনো আইনি পন্থা থাকবে না। ‘তাদের বিচার ও আপিল প্রক্রিয়া ছিল সুস্পষ্টভাবে ত্রুটিপূর্ণ এবং তারা যেহেতু মৃত্যুদণ্ডের মুখোমুখি সেহেতু চূড়ান্ত অবিচার কয়েক দিন পরই ঘটতে পারে,’ বলেন অ্যামনেস্টির দক্ষিণ এশিয়া গবেষণা পরিচালক ডেভিড গ্রিফিথস। অ্যামনেস্টি বলছে, আইসিটি প্রতিষ্ঠার পর থেকে যত রায় এসেছে তার প্রায় সবই জামায়াতে ইসলামীর নেতাদের বিরুদ্ধে। এরপর বিবৃতিতে বলা হয়, ‘১৯৭১ সালে মুক্তিযোদ্ধারাও গুরুতর অপরাধে জড়িত ছিলেন। কিন্তু তাদের কারো বিরুদ্ধেই তদন্ত কিংবা বিচার করা হয়নি।
সংবাদ শিরোনাম
অ্যামনেস্টিকে শক্ত জবাব দেবে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- Reporter Name
- আপডেট টাইম : ০৯:০১:১৩ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০১৫
- ৩০১ বার
Tag :
জনপ্রিয় সংবাদ