শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ‘একটি মহল দেশের চিনি শিল্প ধ্বংস করার ষড়যন্ত্র করছে। কিন্তু বর্তমান সরকার সে চেষ্টা নস্যাৎ করে দিয়ে চিনি শিল্পকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করেছে।’
শুক্রবার নাটোরের নর্থ বেঙ্গল চিনি কলের আখ মাড়াই মৌসুমের উদ্বোধনপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তিনি।
শিল্পমন্ত্রী বলেন,চিনিকলগুলো বাঁচাতে ও লাভজনক হিসেবে ধরে রাখতে সরকার যথেষ্ট সহযোগিতা দিয়ে যাচ্ছে। আখ দ্বারা গুড় তৈরি না করে ভাল ও উন্নতমানের আখ চিনিকলগুলোতে সরবরাহ করার জন্যআখ চাষীদের প্রতি আহ্বান জানান তিনি।
অন্য প্রসঙ্গে আমু বলেন, ‘ষড়যন্ত্রকারীরা এখনো থেমে নেই। দেশকে অস্থিতিশীল করতে বিএনপি-জামাতের নেতৃত্বে ১৭ পুলিশ হত্যা, পেট্রোলবোমা মেরে ঘুমন্ত শিশুসহ শত শত মানুষকে হত্যা করে দেশে জঙ্গিবাদ প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি, আবুল কালাম আজাদ এমপি, জেলা পরিষদ প্রশাসক এ্যাডভোকেট সাজেদুর রহমান খান, চিনি কলের ব্যবস্থাপনা পরিচালক এসএম আব্দুল আজিজ প্রমুখ।
সমাবেশ শেষে মন্ত্রী আমির হোসেন আমু ডোঙ্গায় আখ ফেলে চলতি আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করেন।