পাকিস্তানের মারকুটে ব্যাটসম্যান শহিদ আফ্রিদির বিরুদ্ধে কয়েক মাস আগে পাক-আফগান বংশোদ্ভূত মডেল ও আফ্রিদির কথিত বান্ধবী আরশি খান দাবী করেছিল যে, তার সঙ্গে আফ্রিদির আপত্তিকর সম্পর্ক রয়েছে। তবে এর সত্যতা সেই সময় পাওয়া যায় নি। আফ্রিদির তরফ থেকেও এ বিষয়ে কোন ধরণের মন্তব্য সেই সময় করা হয়নি। তবে এবার আরশি খান নামের ওই মডেল নতুন করে আলোচনায় এসেছেন। আফ্রিদির বিরুদ্ধে আশালিন কুৃৎসা রটানোর দায়ে পাকিস্তানের এক হুজুর আরশি খানের বিরুদ্ধে এক ফতোয়া দিয়েছেন। পাকিস্তানের গণমাধ্যম জানিয়েছে, পাক-আফগান সীমান্ত এলাকার এক মাদ্রাসার ওই হুজুর আরশির বিরুদ্ধে এই ফতোয়া জারি করে বলেছেন, আফ্রিদি সম্পর্কে এমন অশালীন মন্তব্য করার কারণে ইসলাম ও দেশ অপমানিত হয়েছে। ওই হুজুরের ফতোয়ায় দেশের মুসলিমদের কাছে ওই মডেলকে ইসলামের অপমান করার জন্য সমুচিত শিক্ষা দেওয়ার আর্জি জানিয়েছেন। আরশি এমনিতে মুম্বাইয়ে থাকেন। এর আগে তিনি পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক আফ্রিদির সঙ্গে আপত্তিকর সম্পর্কের কথা বলেন। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তিনি নিজেই এই খবর দেন। এরপরই সংবাদ মাধ্যমে খবর হলে, ভারতীয় গণমাধ্যমের উপর চটেন আরশি। টুইটারেই তিনি লেখেন, ‘কারো সঙ্গে শোয়ার জন্য কি আমাকে ভারতীয় মিডিয়ার অনুমতি নিতে হবে? এটা আমার জীবন; আমার কাচে এটা প্রেম ছিলো। সূত্র: এবিপিএ আনন্দ
সংবাদ শিরোনাম
আফ্রিদির সেই বান্ধবীর বিরুদ্ধে এক পাকিস্তানি হুজুরের ফতোয়া
- Reporter Name
- আপডেট টাইম : ১০:০২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০১৫
- ৩৩২ বার
Tag :
জনপ্রিয় সংবাদ