ঢাকা ১২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ভুলে শিশুর ভালো চোখে অস্ত্রোপচার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৪:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
  • ১ বার

বাম চোখের সমস্যা নিয়ে দেড় বছর বয়সী শিশু ইর্তিজা আরিজকে হাসপাতালে ভর্তি করেছিলেন মা-বাবা। সব পরীক্ষা-নিরীক্ষা শেষে অ্যানেসথেসিয়া দিয়ে তাকে নেওয়া হয় অস্ত্রোপচার কক্ষে। এর পর ঘটে বিপত্তি। ভুলবশত শিশুটির বাম চোখের সমস্যা সমাধানের বদলে ডান পাশের ভালো চোখে অস্ত্রোপচার করে ফেলেন চিকিৎসকরা। গত মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে রাজধানীর ধানমন্ডির বাংলাদেশ আই হসপিটাল অ্যান্ড ইনস্টিটিউটে।

শিশুটির পরিবারের অভিযোগ, চক্ষু বিশেষজ্ঞ এবং স্ট্র‌্যাবিসমাস সার্জন ডা. শাহেদারা বেগমকে ভুল অপারেশনের বিষয়টি জানানোর পর তিনি দুঃখ প্রকাশ করেন। পরে বাম চোখে নতুন করে অস্ত্রোপচার করেন। তবে এই ভুলের জন্য দায় স্বীকার করলেও কোনো শাস্তি না হওয়ায় পরিবারের সদস্যরা ক্ষোভ প্রকাশ করেছেন এবং আইনের আশ্রয় নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন।

ভুক্তভোগী শিশুর চাচা মাহফুজ নাফি বলেন, ইর্তিজার বাম চোখে সমস্যা ছিল। গত মঙ্গলবার বিকালে তাকে নিয়ে বাংলাদেশ আই হসপিটালে গেলে তার বাম চোখের মধ্যে ময়লাজাতীয় কিছুর অস্তিত্ব নিশ্চিত করেন চিকিৎসক। কিন্তু অপারেশনের পর আমরা দেখতে পাই, বাম চোখের বদলে ডান চোখে অপারেশন করা হয়েছে। পরে চিকিৎসকদের বললে তারা বলেন, ‘ও মাই গড, সরি।’ এর পর বাম চোখে অস্ত্রোপচার করেন। এই মারাত্মক ভুল চিকিৎসার সুষ্ঠু বিচার চাই।

শিশুর মা ফাতেমা-তুজ-জোহরা ও শিশুর বাবা মাহমুদ হাসান বলেন, বাম চোখের সমস্যা থাকার পরও ডান চোখে অপারেশন হলো কেন? অথচ ডান চোখে তার কোনো সমস্যাই ছিল না। এখন যেহেতু তারা ডান চোখে অপারেশন করেই ফেলেছে, তাই বলছে- ডান চোখেও সমস্যা ছিল। এটা অবশ্যই তাদের মারাত্মক ভুল। পরে তারা সেই ভুল স্বীকারও করেছেন, এটা যথেষ্ট না। আজকে আমার শিশুর বড় কিছু হয়ে গেলে কী তারা চোখ ফেরত দিতে পারত? আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

বাংলাদেশ আই হসপিটাল অ্যান্ড ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. নজরুল ইসলাম জানান, ভুল চিকিৎসার অভিযোগ তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বাম চোখের পরিবর্তে ডান চোখে অপারেশন করাও ভুলের মধ্যে পড়ে।

ধানমন্ডি থানার ওসি আলী আহমেদ মাসুদ জানান, ভুক্তভোগী পরিবার অভিযোগ করলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অপরাধী যেই হোক, কোনো ছাড় দেওয়া হবে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

ভুলে শিশুর ভালো চোখে অস্ত্রোপচার

আপডেট টাইম : ১০:৪৪:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫

বাম চোখের সমস্যা নিয়ে দেড় বছর বয়সী শিশু ইর্তিজা আরিজকে হাসপাতালে ভর্তি করেছিলেন মা-বাবা। সব পরীক্ষা-নিরীক্ষা শেষে অ্যানেসথেসিয়া দিয়ে তাকে নেওয়া হয় অস্ত্রোপচার কক্ষে। এর পর ঘটে বিপত্তি। ভুলবশত শিশুটির বাম চোখের সমস্যা সমাধানের বদলে ডান পাশের ভালো চোখে অস্ত্রোপচার করে ফেলেন চিকিৎসকরা। গত মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে রাজধানীর ধানমন্ডির বাংলাদেশ আই হসপিটাল অ্যান্ড ইনস্টিটিউটে।

শিশুটির পরিবারের অভিযোগ, চক্ষু বিশেষজ্ঞ এবং স্ট্র‌্যাবিসমাস সার্জন ডা. শাহেদারা বেগমকে ভুল অপারেশনের বিষয়টি জানানোর পর তিনি দুঃখ প্রকাশ করেন। পরে বাম চোখে নতুন করে অস্ত্রোপচার করেন। তবে এই ভুলের জন্য দায় স্বীকার করলেও কোনো শাস্তি না হওয়ায় পরিবারের সদস্যরা ক্ষোভ প্রকাশ করেছেন এবং আইনের আশ্রয় নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন।

ভুক্তভোগী শিশুর চাচা মাহফুজ নাফি বলেন, ইর্তিজার বাম চোখে সমস্যা ছিল। গত মঙ্গলবার বিকালে তাকে নিয়ে বাংলাদেশ আই হসপিটালে গেলে তার বাম চোখের মধ্যে ময়লাজাতীয় কিছুর অস্তিত্ব নিশ্চিত করেন চিকিৎসক। কিন্তু অপারেশনের পর আমরা দেখতে পাই, বাম চোখের বদলে ডান চোখে অপারেশন করা হয়েছে। পরে চিকিৎসকদের বললে তারা বলেন, ‘ও মাই গড, সরি।’ এর পর বাম চোখে অস্ত্রোপচার করেন। এই মারাত্মক ভুল চিকিৎসার সুষ্ঠু বিচার চাই।

শিশুর মা ফাতেমা-তুজ-জোহরা ও শিশুর বাবা মাহমুদ হাসান বলেন, বাম চোখের সমস্যা থাকার পরও ডান চোখে অপারেশন হলো কেন? অথচ ডান চোখে তার কোনো সমস্যাই ছিল না। এখন যেহেতু তারা ডান চোখে অপারেশন করেই ফেলেছে, তাই বলছে- ডান চোখেও সমস্যা ছিল। এটা অবশ্যই তাদের মারাত্মক ভুল। পরে তারা সেই ভুল স্বীকারও করেছেন, এটা যথেষ্ট না। আজকে আমার শিশুর বড় কিছু হয়ে গেলে কী তারা চোখ ফেরত দিতে পারত? আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

বাংলাদেশ আই হসপিটাল অ্যান্ড ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. নজরুল ইসলাম জানান, ভুল চিকিৎসার অভিযোগ তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বাম চোখের পরিবর্তে ডান চোখে অপারেশন করাও ভুলের মধ্যে পড়ে।

ধানমন্ডি থানার ওসি আলী আহমেদ মাসুদ জানান, ভুক্তভোগী পরিবার অভিযোগ করলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অপরাধী যেই হোক, কোনো ছাড় দেওয়া হবে না।