ব্যক্তিগতভাবে কেউ কাউকে হত্যা করলে তার দায় বিএনপি নেবে না বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
ইতালির নাগরিক তাভেল্লা সিজার হত্যায় নাম নির্দেশদাতা বড়ভাই হিসেবে বিএনপি নেতা এম এ কাইয়ুমের নাম আসার প্রেক্ষিতে সাংবাদিকদের এ কথা জানান নজরুল ইসলাম খান।
খালেদা জিয়ার রোগমুক্তি উপলক্ষে বুধবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি একথা বলেন। জাতীয়তাবাদী কৃষক দল এ দোয়া মাহফিলের আয়োজন করে।
তাভেল্লা হত্যায় গ্রেফতার চারজন ‘বড় ভাই‘ এর নির্দেশে খুনের কথা পুলিশকে জানিয়েছেন। ঢাকা মহানগর পুলিশ কমিশনারের এমন দাবির দুদিন পর বড় ভাইয়ের পরিচয় প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন এই অভিযোগকে উড়িয়ে দিয়েছেন।
তবে নজরুল ইসলাম খান বলেন, বিএনপি হত্যার রাজনীতি করে না। কাজেই কেউ ব্যক্তিগতভাবে কাউকে হত্যা করলে বিএনপি তার দায় নেবে না। তবে, অন্যায়ভাবে বিএনপির কোনো কর্মীকে জড়িয়ে দলকে হেয় করার অপচেষ্টা হলে বিএনপি তা প্রতিহত করবে।
বিডি-প্রতিদিন