হাওর বার্তা ডেস্কঃ পাকিস্তানি মানুষের নানা রকমের কাজকর্ম মন জিতে নেয় নেট দুনিয়ায়। কখনও বাড়ি বসেই প্লেন বানাচ্ছেন কেউ। কখনও আবার মজাদার আরও অন্য কিছু। তবে সম্প্রতি এমনই এক ভিডিও সামনে এসেছে, যা দেখে বেশ মজেছে নেটদুনিয়ার মানুষজন।
পাকিস্তানের এক ব্যক্তি বাইকের সামনে একটি গরু বয়ে নিয়ে যাচ্ছেন। নেটদুনিয়ায় হাসির খোরাক তো হয়েছেই, তার থেকেও বেশি হাসির রোল উঠেছে এক প্রত্যক্ষদর্শীর কথা শুনে।
ভিডিওতেই পরিষ্কার শোনা যাচ্ছে, ওই প্রত্যক্ষদর্শী বলছেন, ‘এই ধরনের কাজ একমাত্র পাকিস্তানীদের দ্বারাই সম্ভব। টুইটার আর ফেসবুকে ব্যাপক ভাইরালও হয়েছে এই ভিডিও।
তবে বিতর্কও হয়েছে এই পোস্টজুড়ে। কেউ বলছেন, ‘এটা বেআইনি। পশুকে এইভাবে মোটরসাইকেলে বয়ে নিয়ে যাওয়া যায় না।’ কেউ আবার বলছেন, ‘পাকিস্তানে সবই সম্ভব।’