বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে উন্নত চিকিৎসার জন্য শিলংয়ের নর্থ-ইস্টার্ন ইন্দিরা গান্ধী রিজিওনাল রিসার্চ সেন্টার হাসপাতালে নেয়া হয়েছে। সেখানে সালাহ উদ্দিনের কিডনির চিকিৎসা করা হবে। কিডনিতে পাথর ধরা পড়ার পর শিলং সিভিল হাসপাতাল থেকে বুধবার সন্ধ্যায় সালাহ উদ্দিনকে বিশেষায়িত হাসপাতালটিতে নেয়া হয়।
শিলং সিভিল হাসপাতালের চিকিৎসক জি কে গোস্বামী সালাহ উদ্দিনের কিডনিতে পাথর ধরা পড়ার খবরটি জানিয়েছেন। এছাড়াও আরও কিছু শারীরিক সমস্যায় ভুগছেন তিনি। কিডনি চিকিৎসার জন্য আরও বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা দরকার। এ সুবিধাগুলো সিভিল হাসপাতালে নেই।