ইফতারে আম ও নারকেল দুধের মজাদার পানীয়

হাওর বার্তা ডেস্কঃ রমজানে চলছে প্রচণ্ড গরম। আর স্বাভাবিকভাবেই রোজাদারদের একটু বেশি তৃষ্ণা লাগবে। তাই এই গরমে তৃষ্ণা মেটাতে আম ও নারকেল দুধের শরবত খেলে তৃপ্তি মিলবে অনেকখানি। আসুন রেসিপিটি চেষ্টা করি নিজে নিজে।

উপকরণ:

# পাঁচটি স্টার এনাইস

# ১৫০ মিলি লিটার আমের রস।

# ৪৫ মিলি লিটার নারকেল দুধ।

প্রস্তুত প্রণালি:

স্টার এনাইস, আমের রস ও নারকেল দুধ একসঙ্গে ব্ল্যান্ড করুন। খুব বেশি ঠান্ডা খেতে পছন্দ করলে বরফ কুচি দিয়ে প্রায় ১০ মিনিট ব্ল্যান্ড করে নিন। গ্লাসের মধ্যে পানীয়টি নিয়ে ওপরে স্ট্রবেরি বা স্টার এনাইস দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর