ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রস্তুতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৫৩:০৫ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০১৯
  • ২৮৩ বার

হাওর বার্তা ডেস্কঃ বিরাম চিহ্ন বসিয়ে অনুচ্ছেদ পুনঃলিখন
১। কে হে পড়ার সময় ডাকাডাকি করতে হয়েছ ও আমি মনে করেছিলুম পাড়ার কোনো ছোকরা বুঝি আপনার কী দরকার

উত্তর : কে হে? পড়ার সময় ডাকাডাকি করতে হয়েছ? ও! আমি মনে করেছিলুম পাড়ার কোনো ছোকরা বুঝি! আপনার কী দরকার?

২। ওই সীমান্তের ওপারেই ভারতের ত্রিপুরা রাজ্য ত্রিপুরার অনেকেই বাঙালি তারাও বাংলা ভাষায় কথা বলে তুমি যদি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যাও দেখতে পাবে সেসব জায়গায় নানা ধরনের মানুষের বসবাস তারা নিজ নিজ ভাষায় কথা বলে

উত্তর : ওই সীমান্তের ওপারেই ভারতের ত্রিপুরা রাজ্য। ত্রিপুরার অনেকেই বাঙালি, তারাও বাংলা ভাষায় কথা বলে। তুমি যদি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যাও, দেখতে পাবে সেসব জায়গায় নানা ধরনের মানুষের বসবাস। তারা নিজ নিজ ভাষায় কথা বলে।

৩। ঘাসের ছোট ছোট ফুল ঘাসফুল যে কী আনন্দে বেঁচে আছে জীবনকে উপভোগ করছে সে কথাই এখানে তারা নিজেরা বলছে ফুল ছিঁড়ে, পায়ের নিচে পিষে ফেলে মানুষ তাদের কষ্ট যেন না দেয় সেই মিনতি তারা করছে

উত্তর : ঘাসের ছোট ছোট ফুল। ঘাসফুল যে কী আনন্দে বেঁচে আছে, জীবনকে উপভোগ করছে সে-কথাই এখানে তারা নিজেরা বলছে। ফুল ছিঁড়ে, পায়ের নিচে পিষে ফেলে মানুষ তাদের কষ্ট যেন না দেয়-সেই মিনতি তারা করছে।

৪। রুমা আর রুবা দুই বোন ওদের ভীষণ ভাব একসঙ্গে স্কুলে যায় একসঙ্গে খেলে খুব কমই ঝগড়া হয় ওদের আনন্দে কেটে যায় ওদের সারাটা দিন

উত্তর : রুমা আর রুবা দুই বোন। ওদের ভীষণ ভাব। একসঙ্গে স্কুলে যায়। একসঙ্গে খেলে। খুব কমই ঝগড়া হয় ওদের। আনন্দে কেটে যায় ওদের সারাটা দিন।

৫। আমরা নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে থাকি প্রথমে শুকনো কয়েকজন মানুষ রাইফেল হাতে নিয়ে যাচ্ছে দেখে মনে হয় বাঙালি রাশেদ ফিসফিস করে বলল রাজাকার বাহিনী

উত্তর : আমরা নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে থাকি। প্রথমে শুকনো কয়েকজন মানুষ, রাইফেল হাতে নিয়ে যাচ্ছে। দেখে মনে হয় বাঙালি। রাশেদ ফিসফিস করে বলল, রাজাকার বাহিনী।

ফাতেমা বেগম তমা, সিনিয়র শিক্ষক বর্ণমালা আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রস্তুতি

আপডেট টাইম : ০৫:৫৩:০৫ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০১৯

হাওর বার্তা ডেস্কঃ বিরাম চিহ্ন বসিয়ে অনুচ্ছেদ পুনঃলিখন
১। কে হে পড়ার সময় ডাকাডাকি করতে হয়েছ ও আমি মনে করেছিলুম পাড়ার কোনো ছোকরা বুঝি আপনার কী দরকার

উত্তর : কে হে? পড়ার সময় ডাকাডাকি করতে হয়েছ? ও! আমি মনে করেছিলুম পাড়ার কোনো ছোকরা বুঝি! আপনার কী দরকার?

২। ওই সীমান্তের ওপারেই ভারতের ত্রিপুরা রাজ্য ত্রিপুরার অনেকেই বাঙালি তারাও বাংলা ভাষায় কথা বলে তুমি যদি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যাও দেখতে পাবে সেসব জায়গায় নানা ধরনের মানুষের বসবাস তারা নিজ নিজ ভাষায় কথা বলে

উত্তর : ওই সীমান্তের ওপারেই ভারতের ত্রিপুরা রাজ্য। ত্রিপুরার অনেকেই বাঙালি, তারাও বাংলা ভাষায় কথা বলে। তুমি যদি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যাও, দেখতে পাবে সেসব জায়গায় নানা ধরনের মানুষের বসবাস। তারা নিজ নিজ ভাষায় কথা বলে।

৩। ঘাসের ছোট ছোট ফুল ঘাসফুল যে কী আনন্দে বেঁচে আছে জীবনকে উপভোগ করছে সে কথাই এখানে তারা নিজেরা বলছে ফুল ছিঁড়ে, পায়ের নিচে পিষে ফেলে মানুষ তাদের কষ্ট যেন না দেয় সেই মিনতি তারা করছে

উত্তর : ঘাসের ছোট ছোট ফুল। ঘাসফুল যে কী আনন্দে বেঁচে আছে, জীবনকে উপভোগ করছে সে-কথাই এখানে তারা নিজেরা বলছে। ফুল ছিঁড়ে, পায়ের নিচে পিষে ফেলে মানুষ তাদের কষ্ট যেন না দেয়-সেই মিনতি তারা করছে।

৪। রুমা আর রুবা দুই বোন ওদের ভীষণ ভাব একসঙ্গে স্কুলে যায় একসঙ্গে খেলে খুব কমই ঝগড়া হয় ওদের আনন্দে কেটে যায় ওদের সারাটা দিন

উত্তর : রুমা আর রুবা দুই বোন। ওদের ভীষণ ভাব। একসঙ্গে স্কুলে যায়। একসঙ্গে খেলে। খুব কমই ঝগড়া হয় ওদের। আনন্দে কেটে যায় ওদের সারাটা দিন।

৫। আমরা নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে থাকি প্রথমে শুকনো কয়েকজন মানুষ রাইফেল হাতে নিয়ে যাচ্ছে দেখে মনে হয় বাঙালি রাশেদ ফিসফিস করে বলল রাজাকার বাহিনী

উত্তর : আমরা নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে থাকি। প্রথমে শুকনো কয়েকজন মানুষ, রাইফেল হাতে নিয়ে যাচ্ছে। দেখে মনে হয় বাঙালি। রাশেদ ফিসফিস করে বলল, রাজাকার বাহিনী।

ফাতেমা বেগম তমা, সিনিয়র শিক্ষক বর্ণমালা আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা।