হাওর বার্তা ডেস্কঃ ব্যক্তিগত নিরাপত্তা বাহিনীর সহকারী প্রধান সুথিদা তিদজাইকে বিয়ে করে রানির মর্যাদা দিলেন থাইল্যান্ডের রাজা মাহা ভাজিরালংকর্ন। থাই রাজকীয় ফরমানের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
রাজা হিসেবে তার আনুষ্ঠানিক অভিষেকের আগে ভাজিরালংকর্ন এই ঘোষণা দেন। আগামী শনিবার রাজকীয় অনুষ্ঠানের মাধ্যমে তার অভিষেক হওয়ার কথা রয়েছে।
৬৬ বছর বয়সী ভাজিরালংকর্ন রাজা তার পিতার মৃত্যুর পর সাংবিধানিকভাবে রাজা হচ্ছেন। তার বাবা ভূমিবল আদুলিয়াদেজ মৃত্যুবরণ করেন ২০১৬ সালে।
ভাজিরালংকর্ন এর আগে তিনবার বিয়ে করে ডিভোর্স দিয়েছেন স্ত্রীদের। তার ঘরে সাত সন্তান রয়েছে।
ভাজিরালংকর্ন ২০১৪ সালে সুথিদা তিদজাইকে তার ব্যক্তিগত দেহরক্ষী বাহিনীতে নিয়োগ দেন। এর আগে তিদজাই থাই এয়ারওয়েজের ফ্লাইট অ্যাটেনডেন্ট ছিলেন। ২০১৬ সালের ডিসেম্বরে রাজা ভাজিরালংকর্ন সুথিদাকে রাজকীয় থাই সেনাবাহিনীর পূর্ণ জেনারেল র্যাঙ্ক প্রদান করেন। পরের বছর তার ব্যক্তিগত দেহরক্ষী বাহিনীর ডেপুটি কমান্ডার করেন।
রাজার বিয়ের অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মধ্যে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ও সামরিক জান্তা সরকারের প্রধান প্রায়ুথ চান ওঁচা, রাজপরিবারের অন্যান্য সদস্যরা ও রাজপরিবারের উপদেষ্টারা উপস্থিতি ছিলেন।