রাষ্ট্রপতির প্রেস সচিব পদেই ফিরলেন জয়নাল আবেদীন

হাওর বার্তা ডেস্কঃ প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) হিসেবে নিয়োগ পাওয়ার এক মাস না যেতেই রাষ্ট্রপতির প্রেস সচিব পদে ফিরলেন মো. জয়নাল আবেদীন। গত ৮ এপ্রিল রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীনকে তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা নিয়োগ দেয়া হয়।

মঙ্গলবার (৩০ এপ্রিল) তথ্য ক্যাডারের কর্মকর্তা জয়নাল আবেদীনকে ফের প্রেষণে রাষ্ট্রপতির প্রেস সচিব (গ্রেড-১) নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।

বিসিএস তথ্য ক্যাডারের ৮৪ ব্যাচের কর্মকর্তা জয়নাল আবেদীন ২০১৫ সালের ৮ জুন রাষ্ট্রপতির কার্যালয়ের প্রেস সচিব নিয়োগ পান। তিনি তখন তথ্য অধিদফতরের অতিরিক্ত প্রধান তথ্য অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

গত বছরের ৫ জুলাই তাকে রাষ্ট্রপতির ১০ শতাংশ কোটায় সর্বোচ্চ গ্রেড (গ্রেড-১) দেয়া হয়।

জয়নাল আবেদীন কর্মজীবনে জাতীয় সংসদের পরিচালকসহ (গণসংযোগ) বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর