হাওর বার্তা ডেস্কঃ চোখ দুটি খোলা রাখলেই পশু-পাখির দহরম-মহরম দেখা যায় অহরহ। এবারও তার ব্যতিক্রম হয়নি। দক্ষিণ আফ্রিকার দেশ নামিবিয়ার ইতোশা ন্যাশনাল পার্কে এবার দেখা গেছে কাঠবিড়ালির কুস্তি। গত বুধবার দুপুরে কুস্তিকালে ছবিটি তুলেছেন আফ্রিকান পশুপ্রেমী আলোকচিত্রী পিটার হেগার্থ। তার ভাষ্য মতে, ওই পার্কে এত পরিমাণ কাঠবিড়ালি বাস করে, সেখানে গেলেই তাদের খুঁনসুটি চোখে পড়ে।
প্রথম দিকে একটি কাঠবিড়ালি আরেকটির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করলেও পরক্ষণেই তাদের মধ্যে ঝগড়া লেগে যায়। সেই ঝগড়া যদিও খুবই অল্প সময় স্থায়ী হয় এবং সারা দিন এভাবেই চলে।
শেষ পর্যন্ত ওই পার্কে বাস করা হাজার হাজার কাঠবিড়ালি একে-অপরের সঙ্গে বন্ধুসুলভ ভাববিনিময় করেই দিনশেষে ঘরে ফেরে।