মিয়ানমার সেনাপ্রধানকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন

হাওর বার্তা ডেস্কঃ মিয়ানমারে রোহিঙ্গা সংকট সমাধানে আবারো উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দেশটির সেনা প্রধান জেনারেল মিন অং হ্লাইং কে টেলিফোনে উদ্বেগ জানিয়ে চলমান সংকট সমাধানে ব্যবস্থা নেয়ার তাগিদ দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্র মন্ত্রণায়ের বরাতে শুক্রবার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এ চলমান সংকট বন্ধের পাশাপাশি, বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের নিরাপদে ফিরিয়ে নেয়ার জন্যও মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানান টিলারসন। এছাড়াও রাখাইনে মানবাধিকার কর্মীদের প্রবেশের অনুমতি দেয়ার জন্যও সেনা প্রধানের সাথে কথা বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

এদিকে অতিসত্বর রাখাইনে রোহিঙ্গা নির্যাতন বন্ধ না হলে, ওই এলাকায় জঙ্গিবাদের উত্থান ঘটবে বলে আবারো আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ। বৃহস্পতিবার জাতিসংঘের সদর দপ্তরে এ আশঙ্কা প্রকাশ করেছে মিয়ানমারে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত ইয়াংহি লি। এসময় তিনি রাখাইনে চলমান সংকটে মিয়ানমারের নেত্রী অং সান সুচির নির্লিপ্ততারও সমালোচনা করেন তিনি।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর