ছুটিতে আঁখি

বর্তমানে সংগীতের প্রায় প্রতিটি ক্ষেত্রেই ব্যস্ত সময় পার করছেন জনপ্রিয় সংগীতশিল্পী আঁখি আলমগীর। বিশেষ করে রোজার আগ পর্যন্ত টানা কয়েক মাস দেশ বিদেশে স্টেজ শো নিয়ে ব্যস্ত ছিলেন তিনি। এর মধ্যে মালয়েশিয়া, অস্ট্রেলিয়াসহ বেশ কয়েকটি দেশ সফর করে এসেছেন এ শিল্পী। দেশে এসেও প্রায় প্রতিদিনই শো করেছেন তিনি। রোজায় এখন স্টেজ শো আয়োজনের সংখ্যা কমেছে, কিন্তু ব্যস্ততা কমেনি আঁখির। কারণ, ঈদ ব্যস্ততার মধ্য দিয়ে সময় কাটছে তার। বিভিন্ন চ্যানেলের ঈদের অনুষ্ঠানের শুটিং, নতুন গান রেকর্ডিং ও প্লেব্যাকে কণ্ঠ দেয়ার মধ্য দিয়ে সময় পার করছেন তিনি। তার এ ঈদ ব্যস্ততা চলবে রমজান মাসজুড়ে। এ বিষয়ে আঁখি বলেন, আসলে স্টেজ শোর ব্যস্ততা প্রতি বছরই থাকে। কিন্তু চলতি বছরের শুরু থেকে রোজার আগ পর্যন্ত একদমই টানা ব্যস্ততা গেছে। তাতে আমি বেশ ক্লান্ত। আমিও তো মানুষ। এমনও দেখা গেছে একদিনেই তিনটি শো করেছি। কিন্তু এখন সেই ব্যস্ততা খানিক কমেছে। তবে এখন বিভিন্ন চ্যানেলের ঈদের অনুষ্ঠানের শুটিং করছি। বেশির ভাগ সময় আমার সন্তানদের দেয়ার চেষ্টা করছি। তাছাড়া প্লেব্যাক ও নতুন গান নিয়ে পরিকল্পনা করছি। দেখা যাক কি হয়। এদিকে সম্প্রতি আঁখি আলমগীর নতুন একটি চলচ্চিত্রের প্লেব্যাক করেছেন। ছবির নাম ‘এ গল্পে ভালোবাসা নেই’। গানটির কথা লিখেছেন কবির বকুল ও সংগীতায়োজন করেছেন শওকত আলী ইমন। আরও কয়েকটি চলচ্চিত্রে কাজ করার কথাও চলছে এখন আঁখির। অন্যদিকে এরই মধ্যে রবিউল ইসলাম জীবনের কথায় ও জেকের সুরে ‘প্রবাসী মেঘ’ শিরোনামে একটি গান রেকর্ডিং করেছেন তিনি। এ গানটি ভিডিও আকারে প্রকাশ করার কথাও জানিয়েছেন। তবে টানা ব্যস্ততার ক্লান্তি কাটাতে গানের ব্যস্ততা থেকে ছুটি নিয়ে সোমবার সকালে কয়েকদিনের জন্য লন্ডন উড়াল দিয়েছেন আঁখী। দুই মেয়ে সহ এই ছুটি চলবে প্রায় এক সপ্তাহ। সেখান থেকে ফিরে আবারও ঈদ ব্যস্ততায় কাটবে সময়। এ বিষয়ে লন্ডন যাওয়ার প্রাক্কালে আঁখি আলমগীর বলেন, টানা ব্যস্ততার কারণে পরিবার নিয়ে দেশের বাইরে অনেক দিন ধরে যাওয়া হচ্ছিল না। আমি নিজেও বেশ ক্লান্ত। ক্নান্তি কাটাতেই এবার ব্যস্ততার মাঝেও কয়েকদিনের জন্য লন্ডন সফরে যাচ্ছি। সেখানে কয়েকদিন থেকে দেশে ফিরবো। দেশে এসে আবার ঈদের অনুষ্ঠান নিয়ে ব্যস্ত হয়ে পড়তে হবে। ফিরে নতুন গানও রেকর্ডিং করবো ।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর