অর্কিডবাসনা

ঠোঁট থেকে মুখমণ্ডলে বিস্তৃত হয় সৃজনশীল এক হাসি
তৃতীয় বিশ্বযুদ্ধ সৃজনে সক্ষম তা একটি ভয়ঙ্কর ঘটনা
এতে যোগ দেয় একজোড়া ফেলেনোপসিস চোখ
আর নাকের উপর বিশ্রামে থাকা বিন্দুবিন্দু উষ্ণপ্রস্রবণ

সেই যুদ্ধে ক্ষতিগ্রস্থ হৃৎপিণ্ড-দরোজার পাল্লাগুলো
ফেটে-ফুটে অকেজোপ্রায়— ঘুণের গুলিতে ঝাঁঝরা হয়ে আছে
ফুটোপথে আবছা দৃশ্যের অভ্যন্তরে গণিত আছে
দুর্দান্ত বীজগণিতের মিনিউত্তর এবং অবুঝ জ্যামিতির ঘনবিন্যাস

প্রবল ঝড়োহাওয়ায় লণ্ডভণ্ড ভূ-ভাগ আবার যেমন ছিলামে
ফিরে আসবে অজস্র ঘটনা-দুর্ঘটনায়— এমন আকাঙ্ক্ষা
চাঁদের গাড়ির মতো পাহাড়ের এলেবেলে ঢালে ছুটে চলে
এখন গোলাপের সিজনে চীৎকার করে ওঠে অর্কিডবাসনা

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর