বাংলাদেশকে শ্রেয়তর দল মানলেন আমির সোহেল

বাংলাদেশ-পাকিস্তান সিরিজে ধারাভাষ্যকার ছিলেন সাবেক ক্রিকেটার আমির হোসেল। পাকিস্তান ক্রিকেটে বোর্ডের সাবেক এই প্রধান নির্বাচক নিজেদের দলের চেয়ে বাংলাদেশকে শ্রেয়তর দলের মর্যদা দিলেন বাংলাদেশ ছাড়ার আগে। মুশফিক-সাকিব-তামিমদের প্রশংসাও ঝড়ে তার কণ্ঠে। দেশের উদ্দেশে ঢাকা ছেড়েছে পাকিস্তান দল। আমির সোহেল পাকিস্তান দলের বর্তমান পরিস্থিতি ও বোর্ডে নানা কর্মকা-ের কঠিন সমালোচনাও করেন। তিনি বাংলাদেশ দল নিয়ে বলেন, ‘বাংলাদেশের বুদ্ধিদীপ্ত ক্রিকেট খেলা আমার ভাল লেগেছে। তারা উন্নতির জন্য অনেক পরিশ্রম করেছে। এটা দারুণ ব্যাপার। বাংলাদেশের মুশফিকুর রহীমের খেলা আমার দারুণ লাগে। তার টেকনিক খুব ভাল। এছাড়া তামিম ইকবাল ও সাকিবের খেলাও খুব ভাল লাগে। সব মিলিয়ে ক্রিকেটে বাংলাদেশের ভাবমূর্তি বদলে গেছে। বাংলাদেশের ক্রিকেট অনেক পরিবর্তন হয়েছে। এখান থেকে তারা সামনে আরও অনেক দূর এগিয়ে যেতে পারবে। নতুন যাত্রা হয়তো এই সিরিজের মাধ্যমে হবে বাংলাদেশের ক্রিকেটের।’
অন্যদিকে পাকিস্তানের পারফরমেন্স নিয়ে ভীষণ ক্ষিপ্ত সাবেক এই ক্রিকেটার। তিনি বলেন, ‘পাকিস্তান দল যেভাবে খেলে, সেভাবে খেলতে পারেনি এটা হতাশাজনক। পাকিস্তানের আত্মবিশ্বাস এখন নিচের সারিতে। তারা ব্যর্থ হয়েছে। কারণ তাদের আত্মবিশ্বাস নেই। দলে যারা আছে তাদের  বেশির ভাগই এই পর্যায়ে খেলার আত্মবিশ্বাস নেই। তারা কোন সিচুয়েশনে কি করবে এ সবই ব বোঝে না। এভাবে চলতে থাকলে পাকিস্তানের ক্রিকেট ধ্বংস হয়ে যাবে। হকির যে অবস্থা হয়েছে ঠিক তেমন অবস্থা হবে ক্রিকেটে। আমাদের যারা ক্রিকেট পরিচালনা করেন তাদের এখনই পদক্ষেপ নিতে হবে; না হয় পাকিস্তানের ক্রিকেটকে বাঁচানো যাবে না।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর