বর্ধিত বেতন বন্ধ করার নির্দেশ

সরকার কর্তৃক পরবর্তী নির্দেশনা প্রদান না করা পর্যন্ত শিক্ষার্থীদের বর্ধিত বেতন ও অন্যান্য ফি আদায় অবিলম্বে বন্ধ করার জন্য সংশ্লিষ্ট বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান সমূহকে নির্দেশ প্রদান করা হয়েছে।

আজ শিক্ষা মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এ নির্দেশ প্রদান করা হয়। এ বিষয়ে সরকার শীঘ্রই প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে বলে অফিস আদেশে জানানো হয়।

মন্ত্রণালয়ের অফিস আদেশে বলা হয়, বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাসিক বেতন ও অন্যান্য ফি সরকারের নির্দেশনা ব্যতিরেকেই বর্ধিত হারে আদায় করা হচ্ছে। এর ফলে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের অফিস আদেশে আরো উল্লেখ করা হয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্ণিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা-২০০৯ এর ৪১(২)(খ)(২) নং বিধি অনুযায়ী সরকারের নির্দেশনা সাপেক্ষে, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্ণিং বডি বা, ক্ষেত্রমতে ম্যানেজিং কমিটি শিক্ষার্থীগণের নিকট হতে আদায়যোগ্য বেতন ও ফিসের হার নির্ধারণ করবে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর