পরীক্ষা নেওয়ার অনুমতি পেলো কওমি মাদ্রাসা

হাওর বার্তা ডেস্কঃ স্বাস্থ্যবিধি মেনে’ ডিগ্রি ও মাস্টার্স পর্যায়ের পরীক্ষাগুলো নিতে পারবে কওমি মাদরাসা। মাদরাসাগুলোর দাবির প্রেক্ষিতে এই অনুমতি দেয় সরকার।

সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

স্বাস্থ্যবিধি মেনে সুবিধা মত সময়ে কওমি মাদ্রাসাগুলো এসব পরীক্ষা নিতে পারবে বলে জানান তিনি।

সচিব বলেন, ‘আজকে একটা সিদ্ধান্ত হয়েছে, সেটা হলো কওমি মাদরাসা আপিল করেছিলো তারা উপরের লেভেলের পরীক্ষাগুলো নিতে চায়। সেটা গভর্নমেন্ট সম্মতি করেছে। অর্ডার জারি হয়ে যাবে। ওদের পরীক্ষাগুলো হবে ডিগ্রি ও মাস্টার্স লেভেলের। তবে জেনারেল কওমি মাদরাসা খুলবে না। কিতাব বিভাগ খোলার বিষয়ে সিদ্ধান্ত হয়নি।’

করোনা মহামারির কারণে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের মতো কওমি মাদরাসায়ও পাঠ দান বন্ধ করা হয়। এই পরিস্থিতিতে কিতাব বিভাগের কার্যক্রম চালু ও পরীক্ষা নেওয়ার অনুমতি চেয়ে ১৭ আগস্ট প্রধানমন্ত্রীর কাছে আবেদন করে কওমি মাদ্রাসাগুলো।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর