আফ্রিকার দেশ সোমালিয়ায় সামরিক ঘাঁটিতে আত্মঘাতী হামলায় অন্তত ১২ সেনা নিহত

হাওর বার্তা ডেস্কঃ আফ্রিকার দেশ সোমালিয়ায় সামরিক ঘাঁটিতে আত্মঘাতী হামলায় অন্তত ১২ সেনা নিহত হয়েছেন।

বুধবার দেশটির দুইটি সামরিক ঘাঁটিতে বিস্ফোরক বোঝাই গাড়ি দিয়ে হামলা চালায় দেশটির সশস্ত্র গোষ্ঠী আল শাবাব। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

বুধবার স্থানীয় পুলিশ কর্মকর্তা নুর আহমেদ বলেছেন, সকালে আল সালিনি সামরিক ঘাঁটিতে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়েছে। পরে সেখানে নির্বিচারে গুলি চালায় সন্ত্রাসীরা। কিছুক্ষণের জন্য ঘাঁটি দখলে নেয় তারা। অস্ত্র ও গোলাবারুদ লুট করা হয়েছে। পরে অতিরিক্ত সেনা পাঠানোর পর ঘাঁটি নিয়ন্ত্রণে নেয় সামরিক বাহিনী। আর দ্বিতীয় হামলা হয়েছে রাজধানী মোগাদিসু থেকে ৯৫ কিলোমিটার পশ্চিমে কোরিওলি সেনা ঘাঁটিতে। সেখানে আফ্রিকান ইউনিয়নের আরো সেনা মোতায়েন করা হয়েছে।

সোমালিয়ার সামরিক কমান্ডার মোহাম্মদ আদান বলেছেন, সন্ত্রাসীরা কোরিওলি ও আল সালিনি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে, তবে আমাদের সাহসী সেনারা তাদের প্রতিহত করেছেন। এখন উভয় এলাকা সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর