পোস্টে লাইক সংখ্যা তুলে নেয়ার ট্রায়াল শুরু ফেসবুকের

হাওর বার্তঃ পোস্ট থেকে লাইক কাউন্টার তুলে নেওয়া হচ্ছে, এমনটা ঘোষণা দিয়েছিল ফেসবুক। অবশেষে এটি কার্যকর করা শুরু করেছে সামাজিক যোগাযোগমাধ্যমটি।

বিবিসি জানায়, পোস্টে কত লাইক পড়েছে বা রিয়েকশন হয়েছে সেটা আর গুনতে পারছেন না অস্ট্রেলিয়ার কিছু ব্যবহারকারী। শুক্রবার থেকে এই ট্রায়াল শুরু হয়েছে।

অনেকেই ফেসবুকে কোন পোস্টে কত লাইক, তা দেখে পোস্ট পড়েন বা শেয়ার করেন। লাইকের ওপর ভিত্তি করেই অনেক পোস্ট ভাইরাল হয়ে যায়। কিন্তু লাইক কম পাওয়ায় গুরুত্ব পায় না অনেক গুরুত্বপূর্ণ পোস্ট।

ফেসবুক কর্তৃপক্ষ বিষয়টি ধরতে পেরে লাইক কাউন্টার সরিয়ে ফেলার ঘোষণা দিয়েছিল মাস খানিক আগে।

জুলাইতে ফেসবুকেরই আরেকটি প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম এমনটি ঘোষণা দিয়েছিল। সাতটি দেশে লাইক গণনা করার সুবিধা লুকানোর বিষয়টি পরীক্ষা করা চালায় ইনস্টাগ্রাম।

ব্যবহারকারীরা যাতে পোস্ট করা ছবি বা ভিডিও কত লাইক পেয়েছে সেদিকে গুরুত্ব না দিয়ে তা শেয়ারের দিকে বেশি মনোযোগ দেয় সেই লক্ষ্যে ইনস্টাগ্রাম এই পরীক্ষা চালায়। ফেসবুকও এমনটা পরীক্ষা চালু করল।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর