৪২ মেগাপিক্সেল ক্যামেরার ফোন আনছে নকিয়া

হাওর বার্তা ডেস্কঃ ৪২ মেগাপিক্সেল ক্যামেরা সমৃদ্ধ একটি ফোন আনছে নকিয়ার মালিকানাধীন প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল। মডেল নকিয়া ক্রিলার বিস্ট। ফোনটি কনসেপ্ট পর্যায়ে রয়েছে। ফোনটির আরেকটি বিশেষত্ব হচ্ছে এর র‌্যামে। এতে ১০ জিবি র‌্যাম ব্যবহার করা হয়েছে।

অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত এই ফোনটিতে ২৫৬ জিবি মেমোরি থাকবে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মেমোরি ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

 কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৩৬ চিপসেট সমৃদ্ধ এই ফোনটিতে অ্যাড্রিনো ৫৫০ গ্রাফিক্স প্রসেসিং ইউনিট ব্যবহার করা হয়েছে।

৬ ইঞ্চি সুপার এলসিডি স্ক্রিন সমৃদ্ধ এই ফোনটিতে ৪২ মেগাপিক্সেলের পিওর ভিউ লেন্স সমৃদ্ধ রিয়ার ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এতে ২০ মেগাপিক্সেলের সেলফি শুটারর রয়েছে।

ফোরকে ডিসপ্লের এই ফোনটি এজ টু এজ ডিজাইনে তৈরি। এতে অন স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা হয়েছে।

ফোনটির প্রত্যাশিত মূল্য ৭৮৯ ডলার।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর