শিক্ষাপ্রতিষ্ঠানে ধুমপান মুক্ত ঘোষণা অভয়নগরে

হাওর বার্তা ডেস্কঃ অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মনদীপ ঘরাই বলেছেন, উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠান আজ শনিবার(১৭ জুন) থেকে ধুমপানমুক্ত এলাকা ঘোষণা করা হলো। এ ব্যাপারে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে সাইনবোর্ড টানিয়ে দিতে হবে।

শনিবার বিকেলে অভয়নগর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন। এ সময় ৫৫টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও আইসিটি শিক্ষকরা হাত তুলে পূর্ণ সমর্থন জ্ঞাপন করেন।

উপজেলা অডিটরিয়ামে শিক্ষক সমিতির সভাপতি ফিরোজ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন যশোর শিক্ষা বোর্ডের সচিব মোল্লা আমির হোসেন।

বিশেষ অতিথি ছিলেন- বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক সৈয়দ রকিবুল ইসলাম, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. রেজাউল ইসলাম প্রমুখ।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর