ভালো গল্পে কাজের আনন্দই অন্যরকম

গত বছরের ঈদুল ফিতরে অনেক নাটকে কাজ করেছিলাম। এবার ব্যবসায় বেশি মনোযোগী হওয়ার মাত্র দুটি নাটকে কাজ করেছি। তবে দুই নাটকের গল্পই অনেক ভালো। ভালো গল্পে কাজের আনন্দই অন্যরকম। ঈদের কাজ প্রসঙ্গে এভাবেই বললেন মডেল অভিনেত্রী নিপুণ। মাকে নিয়ে প্রথম রোজার দিন সিঙ্গাপুরে ঘুরতে গিয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই নায়িকা। সম্প্রতি দেশে এসে মাসুদ সেজানের পরিচালনায় চরিত্র : ভোটার নামে একটি ঈদ বিশেষ নাটকের কাজ শেষ করেছেন। গতকাল থেকে শুরু করেছেন সকাল আহমেদের পরিচালনায় নাটক অভিনেত্রীর কাজ। এতে তার বিপরীতে আছেন আনিসুর রহমান মিলন। ঈদের কাজ প্রসঙ্গে নিপুণ আরও বলেন, চরিত্র : ভোটার নাটকে আমি গ্রামের একজন মেয়ের চরিত্রে ও অভিনেত্রী নাটকে আমাকে দেখা যাবে অভিনেত্রীর ভূমিকায়। আশা করছি নাটক দুটি দর্শকদের মন ভরাবে। ঈদের নাটক ছাড়াও শিগগিরই নিপুণ উত্তম আকাশের পরিচালনায় শুরু করতে যাচ্ছেন নতুন চলচ্চিত্র ধূসর কুয়াশা। বলা যায়, প্রায় দুই বছর পর নতুন কোনো চলচ্চিত্রে কাজ করতে যাচ্ছেন নিপুণ। ২০১৬ সালের ৩ জানুয়ারি থেকে নিপুণ একজন ব্যবসায়ী হিসেবে নিজেকে দাঁড় করানোর চেষ্টা করছেন। এ কারণে চলচ্চিত্রের কাজের চেয়ে  ব্যবসাতেই বেশি মনোযোগ দিচ্ছেন তিনি। নিপুণ বলেন, ভবিষ্যত্ নিরাপত্তার কথা ভেবেই বনানীতে সৌন্দর্যচর্চা বিষয়ক প্রতিষ্ঠান খুলেছি। ভালোই চলছে এই প্রতিষ্ঠানটি। প্রসঙ্গত, ২০০৭ সালে শাহ আলম কিরণ পরিচালিত সাজঘর এবং ২০১০ সালে মোহাম্মদ হোসেন পরিচালিত চাঁদের মতো বউ চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন নিপুণ। সিনেমার বাইরে অসংখ্য নাটক টেলিফিল্মে অভিনয় করেছেন তিনি।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর