বানর যখন বিড়ালের ‘মা’

ছোট্ট একটি বিড়ালের বাচ্চাকে ১ মাস ধরে নিজের বাচ্চার মতো আগলে রেখে, মমত্ববোধের অনন্য নজির স্থাপন করেছে একটি বানর।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার পাখি প্রতিপালন কেন্দ্রে এই বিরল ঘটনাটি ঘটেছে।

মা বানরটি বিড়াল ছানাটির সঙ্গে নিজের খাবার ভাগ করে নিচ্ছে। কখনও বা আবার নিজের বুকের দুধও খাওয়াচ্ছে।

স্থানীয় বাসিন্দারা বলছেন, এই দুই প্রাণী নিজেদের সঙ্গ উপভোগ করছে।

কেউ তাদের কাছে যেতে চেষ্টা করলেই বিড়ালের বাচ্চাটিকে নিজের বুকের কাছে আগলে রাখছে বানরটি।

পাখি প্রতিপালন কেন্দ্রের পরিচালক আব্দুল আহাদ মিঁঞা জানিয়েছেন, তাদের কাছে কিছু বানর দম্পতি আছে যাদের কোনো বাচ্চা নেই। ১ মাস আগে একটি ছেলে বানর বিড়াল ছানাটিকে খুঁজে পেয়ে মেয়ে বানরের কাছে দিয়ে আসে।

তখন থেকেই মেয়ে বানরটি বিড়াল ছানাটির দেখাশোনা করছে।
উল্লেখ্য, বানরগুলো সর্বভুক নয় তাই তার বাচ্চাটিকে খেয়ে ফেলেনি।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর