চলছে টিভি চ্যানেলগুলোতে ঈদের জমজমাট প্রস্তুতি

ছর ঘুরে আবারো আসছে ঈদ। আর এ ঈদকে সামনে রেখে প্রতিবারের মতো টিভি পর্দায় দেখা যাবে বিশেষ অনুষ্ঠানমালা। দর্শকের ঈদের আনন্দে ভিন্নমাত্রা যোগ করতে বিশেষ এ অনুষ্ঠানমালার মধ্যে অন্যতম হিসেবে থাকছে খণ্ড নাটক, টেলিছবি, ৬-৭ পর্বের ধারাবাহিক নাটক, সংগীতানুষ্ঠান, নৃত্যানুষ্ঠান, ম্যাগাজিন অনুষ্ঠান ও শিশুদের নিয়ে বিশেষ অনুষ্ঠানসহ হরেক রকম আয়োজন। বিশেষত খণ্ড ও ছয়-সাতদিনব্যাপী ধারাবাহিক মিলিয়ে চ্যানেলগুলোতে প্রচার হবে কয়েকশ’ নাটক। দর্শক ধরে রাখতে ভালোমানের নাটক প্রচারের লক্ষ্যে চ্যানেলগুলোর মধ্যে প্রতি ঈদেই থাকে বাড়তি প্রস্তুতি। এরই মধ্যে সে অনুযায়ী মাঠে-ময়দানে অর্থাৎ শুটিং স্পটে নাটক নির্মাণের ধুম পড়েছে। রাজধানীর উত্তরা, ধানমন্ডি, পুরানো ঢাকাসহ বেশকিছু শুটিং লোকেশনে গেলে এমন চিত্রই লক্ষ করা যাবে। এছাড়াও নাটক নির্মাণ চলছে ঢাকার অদূরে পুবাইল ও গাজীপুরের কয়েকটি লোকেশনে। বলতে গেলে ঈদের নাটকের শুটিংই চলছে স্পটগুলোতে। প্রতি বছর বিশেষ এ উৎসবকে ঘিরে বিশেষ নাটক নির্মাণ করেন দেশসেরা সব নির্মাতা। আর সেখানে শোবিজের সব জনপ্রিয় শিল্পীকে অভিনয় করতে দেখা যায়। এবারও সে ধারাবাহিকতায় কাজ করছেন তারা। এদিকে শুধু নাটকই নয়। বিনোদনের সব রসদ দর্শকের জন্য তৈরি করতে জোর প্রস্তুতি চলছে স্যাটেলাইট চ্যানেলগুলোতেও। এরই মধ্যে কয়েকটি টিভি চ্যানেলই তাদের ৭০ শতাংশের বেশি প্রস্ততি নিয়ে ফেলেছে। দর্শকের ঈদে বিনোদনের বাড়তি মাত্রা যোগ করার লক্ষ্যে বাকি প্রস্তুতিও নেয়া হবে শিগগিরই। আর সেভাবেই ব্যস্ততা যাচ্ছে প্রতিটি চ্যানেলে। এ ব্যাপারে চ্যানেল সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঈদ উপলক্ষে এরই মধ্যে অধিকাংশ কাজ গুছিয়ে নিয়েছেন তারা। তবে সব সম্পন্ন না হওয়ায় বিস্তারিত এখনই বলতে পারছেন না তারা। এ বিষয়ে চ্যানেল আইয়ের প্রচার ও প্রকাশনা বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার হাবিবুল হুদা পিটু বলেন, আমরা এখনো পুরো আয়োজন সম্পর্কে কিছু বলতে পারছি না। তবে প্রতি বছরের ধারাবাহিকতায় এবারো চ্যানেল আইতে ঈদ উপলক্ষে বিশেষ আয়োজন থাকছে। এর মধ্যে ব্যতিক্রমী সব নাটক, টেলিছবি, চলচ্চিত্র, গানের অনুষ্ঠান প্রচার হবে। পাশাপাশি ঈদ আয়োজনে বরাবরই ভিন্ন কিছু চমক থাকবে। এসব চূড়ান্ত হয়নি এখনো। তবে ছয়-সাতদিনের মধ্যেই জানাতে পারবো বলে আশা করছি। ঈদে অন্যদের সঙ্গে পাল্লা দিয়ে বিশেষ অনুষ্ঠানমালা প্রচারে এগিয়ে থাকার লক্ষ্যে বেসরকারি চ্যানেল আরটিভিও চমকপ্রদ সব আয়োজন রাখে। এবারো সেই প্রস্তুতিই চলছে বলে জানিয়েছেন চ্যানেলটির অনুষ্ঠান প্রধান দেওয়ান শামসুর রকিব। তিনি বলেন, আরটিভি প্রতিবারের মতো এবারো সাত দিনব্যাপী আয়োজন রাখছে। তার মধ্যে ৩টি বিশেষ ৭ পর্বের ধারাবাহিক, খণ্ড নাটকের চারটি স্লট, টেলিছবি, সাতদিনে সাতটি চলচ্চিত্র, আর লাইভ গানের অনুষ্ঠানসহ আরো কিছু আয়োজন থাকছে। প্রতি বছর আরটিভি দর্শকের জন্য ভিন্নতা বজায় রেখে চমকপ্রদ কিছু অনুষ্ঠান প্রচার করে। এবারও সে লক্ষ্যেই প্রস্তুতি চলছে। এদিকে বেসরকারি চ্যানেলগুলোর মধ্যে প্রতিবার দর্শক ধরে রাখার প্রতিযোগিতায় এগিয়ে থাকা বাংলাভিশনেও চলছে জোর প্রস্তুতি। চ্যানেলটিতে ঈদ উপলক্ষে প্রচার হবে ৮ দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা। আর এমন তথ্যই নিশ্চিত করে জানালেন বাংলাভিশনের ঊর্ধ্বতন অনুষ্ঠান ব্যবস্থাপক তারেক আখন্দ। তিনি বলেন, ঈদ সামনে রেখে এরই মধ্যে বাংলাভিশনের আশি শতাংশ কাজের প্রস্তুতি নেয়া হয়ে গেছে। এবার থাকছে ৮ দিনব্যাপী অনুষ্ঠানমালা। এ আয়োজনের মধ্যে থাকছে- একক নাটকের তিনটি স্লট, তিনটি সাত পর্বের ধারাবাহিক, সাতটি চলচ্চিত্র ও ৬-৭টি টেলিছবি। এছাড়া গানের অনুষ্ঠান ও শিশুদের নিয়ে বিশেষ আয়োজন তো থাকবেই। আশা করছি বাংলাভিশন ঈদ উপলক্ষে দর্শকের জন্য ভিন্ন কিছুই প্রচার করবে। ঈদে বিশেষ আয়োজনের প্রচারের লক্ষ্যে প্রস্তুতি চলছে আরেক স্যাটেলাইট চ্যানেল দেশটিভিতেও। চ্যানেলটির অনুষ্ঠান প্রধান রবিউল করিম জানান, ঈদের জন্য বরাবরের মতো ৭ দিনব্যাপী নানা আয়োজন নিয়ে দেশটিভি তাদের অনুষ্ঠানমালা সাজাচ্ছে। এর মধ্যে ১৪টি খণ্ড নাটক, দুটি বিশেষ ধারাবাহিক, সাতটি চলচ্চিত্র ও ১৪টি সরাসরি গানের অনুষ্ঠান প্রচার হবে। ঈদ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালা প্রচারের জন্য তৈরি হচ্ছে মাছরাঙা টিভিও। চ্যানেলটির অনুষ্ঠান প্রধান আরিফ রহমান বলেন, বরাবরের মতো এই ঈদেও চমকেভরা আয়োজন নিয়ে হাজির হবে মাছরাঙা টিভি। একথা নিঃসন্দেহে বলতেই পারি। আমরা যেহেতু জমা করা নাটক প্রচার করি তাই আগে থেকেই ঈদের নাটক জমা হয়ে গেছে। আর গানের অনুষ্ঠান, শিশুবিষয়ক অনুষ্ঠান এবং সেলিব্রিটি টক শো-সহ নানা আয়োজন প্রতিবারের মতো এবারো থাকছে। এর সঙ্গে চমক যেটা দর্শকের জন্য থাকবে তা হলো- দুটি হলিউড মুভি প্রচার করা হবে মাছরাঙার ঈদ আয়োজনে। যেগুলো সদ্য মুক্তি পেয়েছে। এ ছবি দুটো বাংলায় ডাব করেই প্রচার করা হবে। দর্শকের জন্য ঈদে পরিপূর্ণ বিনোদন দিতে আমরা সম্পূর্ণ প্রস্তুত।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর