হাওর বার্তা ডেস্কঃ ২০১৮-১৯ মৌসুম শেষে ফ্রান্স থেকে ইইউভুক্ত দেশগুলোর বাইরের বাজারে সবমিলিয়ে ৯৭ লাখ টন গম রফতানি হতে পারে। ফরাসি ফার্মিং এজেন্সি ফ্রান্স এগ্রিমেরের সাম্প্রতিক প্রতিবেদনে এ পূর্বাভাস দেওয়া হয়েছে। ইইউভুক্ত দেশগুলোর মধ্যে ফ্রান্সে সবচেয়ে বেশি গম উৎপাদন হয়।
ইইউভুক্ত দেশগুলোর মধ্যে গম রফতানিতেও ফ্রান্স শীর্ষে রয়েছে। ফ্রান্স এগ্রিমেরের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮-১৯ মৌসুম শেষে ফ্রান্স থেকে ইইউভুক্ত দেশগুলোর বাইরের বাজারে সবমিলিয়ে ৯৭ লাখ টন গম রফতানি হতে পারে।
২০১৭-১৮ মৌসুম দেশটি থেকে ইইউর বাইরের বাজারে মোট ৯৫ লাখ টন গম রফতানি হয়েছিল। আরও বলা হয়েছে, ২০১৮-১৯ মৌসুম শেষে ফ্রান্সে গমের সমাপনী মজুদ ২৪ লাখ টনে অপরিবর্তিত থাকতে পারে।