ঢাকা ১০:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ২৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

কৃষকদের উৎসাহ দিতে সুনামগঞ্জের হাওরে ধানকাটা কর্মসূচি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৫৪:৩১ অপরাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০১৯
  • ২৯৫ বার

হাওর বার্তা ডেস্কঃ হাওরের কৃষক-শ্রমিকদের উৎসাহ দানের লক্ষ্যে জেলা প্রশাসনসহ প্রশাসনের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ একযোগে একই দিনে সুনামগঞ্জের ১১ উপজেলায় হাওরে ধান কর্তন করেছেন। রবিবার জেলা প্রশাসকের নেতৃত্বে বিশ্বম্ভরপুর উপজেলার খরচার হাওরে কর্মসূচির উদ্বোধন করা হয়। একই সময়ে প্রতিটি উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নেতৃত্বে হাওরে ধান কাটা কর্মসূচি পালন করা হয়। কৃষক শ্রমিকদের উদ্ধুদ্ধ করতেই প্রশাসন প্রথম বারের মতো আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচি পালন করেছে। প্রশাসনের সঙ্গে বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দও কর্মসূচিতে শরিক হন। ধানকাটা উৎসবকে সার্বজনীন করতেই এই উৎসাহমূলক কর্মসূচি বলে জানান প্রশাসনের কর্মকর্তা বৃন্দ।

রবিবার দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বিশ্বম্ভরপুর উপজেলার খরচার হাওরে ধান কাটতে যান। পড়নে হলুদ গেঞ্জি ও মাথায় গামছা নিয়ে কাস্তে হাতে কৃষকের মতো দল নিয়ে হাওরে নামেন জেলা প্রশাসক। এসময় আশপাশের কৃষকরাও তাদের অভিনন্দন জানান।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, পুলিশ সুপার মোহাম্মদ বরকতুল্লাহ খান, স্থানীয় সরকারের উপপরিচালক মো. এমরান হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. বশির আহমেদ সরকার, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পওর-১ মোঃ আবু বকর সিদ্দিক ভূইয়া, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পওর-২ খুশি মোহন সরকার, বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার সমীর বিশ্বাস, সুনামগঞ্জ দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নুরুর রব চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা জনাব আবু সুফিয়ান, বীর মুক্তিযোদ্ধা জনাব মালেক হোসেন পীর, অতিরিক্ত জেলা প্রশাসক শফিউল আলম, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সাংবাদিক আইনুল ইসলাম বাবলু প্রমুখ।

প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, হাওরের কৃষক রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে সোনালী ফসল ফলান। কৃষকরাই এই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। আর সুনামগঞ্জের উন্নয়নের মূলধন হাওরের বোরো ধান। এখানের ধান হলেই কৃষকরাই ধনি। বতর্মান সরকার কৃষি ও কৃষক বান্ধব সরকার। সুনামগঞ্জের বোরো ফসল রক্ষায় আন্তরিক। প্রতি বছরের ন্যায় এবারও ফসলরক্ষায় প্রতিটি হাওরে বাঁধ নির্মাণ করা হয়েছে। ধান কাটা শ্রমিকদের উৎসাহ ও সার্বজনীন করার জন্যেই আজকের ধান কাটা উৎসবের মূল উদ্দেশ্য।

এদিকে একই দিন কৃষক শ্রমিকদের উৎসাহ দানের লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার বৃন্দ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীদের নিয়ে হাওরে নেমে ধান কেটেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

কৃষকদের উৎসাহ দিতে সুনামগঞ্জের হাওরে ধানকাটা কর্মসূচি

আপডেট টাইম : ০৪:৫৪:৩১ অপরাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০১৯

হাওর বার্তা ডেস্কঃ হাওরের কৃষক-শ্রমিকদের উৎসাহ দানের লক্ষ্যে জেলা প্রশাসনসহ প্রশাসনের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ একযোগে একই দিনে সুনামগঞ্জের ১১ উপজেলায় হাওরে ধান কর্তন করেছেন। রবিবার জেলা প্রশাসকের নেতৃত্বে বিশ্বম্ভরপুর উপজেলার খরচার হাওরে কর্মসূচির উদ্বোধন করা হয়। একই সময়ে প্রতিটি উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নেতৃত্বে হাওরে ধান কাটা কর্মসূচি পালন করা হয়। কৃষক শ্রমিকদের উদ্ধুদ্ধ করতেই প্রশাসন প্রথম বারের মতো আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচি পালন করেছে। প্রশাসনের সঙ্গে বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দও কর্মসূচিতে শরিক হন। ধানকাটা উৎসবকে সার্বজনীন করতেই এই উৎসাহমূলক কর্মসূচি বলে জানান প্রশাসনের কর্মকর্তা বৃন্দ।

রবিবার দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বিশ্বম্ভরপুর উপজেলার খরচার হাওরে ধান কাটতে যান। পড়নে হলুদ গেঞ্জি ও মাথায় গামছা নিয়ে কাস্তে হাতে কৃষকের মতো দল নিয়ে হাওরে নামেন জেলা প্রশাসক। এসময় আশপাশের কৃষকরাও তাদের অভিনন্দন জানান।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, পুলিশ সুপার মোহাম্মদ বরকতুল্লাহ খান, স্থানীয় সরকারের উপপরিচালক মো. এমরান হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. বশির আহমেদ সরকার, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পওর-১ মোঃ আবু বকর সিদ্দিক ভূইয়া, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পওর-২ খুশি মোহন সরকার, বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার সমীর বিশ্বাস, সুনামগঞ্জ দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নুরুর রব চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা জনাব আবু সুফিয়ান, বীর মুক্তিযোদ্ধা জনাব মালেক হোসেন পীর, অতিরিক্ত জেলা প্রশাসক শফিউল আলম, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সাংবাদিক আইনুল ইসলাম বাবলু প্রমুখ।

প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, হাওরের কৃষক রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে সোনালী ফসল ফলান। কৃষকরাই এই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। আর সুনামগঞ্জের উন্নয়নের মূলধন হাওরের বোরো ধান। এখানের ধান হলেই কৃষকরাই ধনি। বতর্মান সরকার কৃষি ও কৃষক বান্ধব সরকার। সুনামগঞ্জের বোরো ফসল রক্ষায় আন্তরিক। প্রতি বছরের ন্যায় এবারও ফসলরক্ষায় প্রতিটি হাওরে বাঁধ নির্মাণ করা হয়েছে। ধান কাটা শ্রমিকদের উৎসাহ ও সার্বজনীন করার জন্যেই আজকের ধান কাটা উৎসবের মূল উদ্দেশ্য।

এদিকে একই দিন কৃষক শ্রমিকদের উৎসাহ দানের লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার বৃন্দ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীদের নিয়ে হাওরে নেমে ধান কেটেছেন।