আজ স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন এবং সরকার গঠনের সিদ্ধান্ত নেন

হাওর বার্তা ডেস্কঃ আমাদের মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে ১৯৭১-এর ১০ এপ্রিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এদিন বাংলাদেশের নির্বাচিত প্রতিনিধিরা স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন এবং সরকার গঠনের সিদ্ধান্ত নেন। পরবর্তীতে ১৭ এপ্রিল মুজিবনগর সরকার গঠন করা হয়। ১০ এপ্রিলের ঘোষণাপত্রটি আকারে ছোট কিন্তু এর অন্তর্নিহিত তাৎপর্য ছিল অত্যন্ত গভীর। প্রখ্যাত আইনবিদ এবং বঙ্গবন্ধু মন্ত্রিসভার প্রতিমন্ত্রী ব্যারিস্টার আমিরুল ইসলাম এই ঘোষণাপত্রের একক রচয়িতা।

এখানে উল্লেখ্য, তিনি বাংলাদেশের সংবিধানেরও অন্যতম প্রণেতা। পরবর্তীতে ঘোষণাপত্রে প্রদান করা ক্ষমতা অনুযায়ী, অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম তাজউদ্দীনকে প্রধানমন্ত্রী এবং এম মনসুর আলী, এ এইচ এম কামরুজ্জামান এবং খন্দকার মোশতাক আহম্মেদকে মন্ত্রী নিয়োগ করেন।

তারা সবাই ১৭ এপ্রিল মেহেরপুর জেলার মুজিবনগরে বিশ্বের বিভিন্ন সাংবাদিকদের উপস্থিতিতে শপথগ্রহণ করেন। তাদের মাধ্যমেই যাত্রা শুরু করে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার যা মুজিবনগর সরকার হিসেবেও অভিহিত হয়।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর