হাওর বার্তা ডেস্কঃ পাঁচটি নতুন মডেলের মোটরসাইকেল বাজারে এনেছে বিশ্বখ্যাত টু ও থ্রি-হুইলার নির্মাণকারী প্রতিষ্ঠান টিভিএস মোটর। গতকাল সোমবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশের বাজারে এসব মডেল বিক্রির কার্যক্রম শুরু করেছে প্রতিষ্ঠানটি। ভারতের টিভিএস মোটর তাদের পণ্য টিভিএস অটো বাংলাদেশের মাধ্যমে এ দেশে বাজারজাত করে।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসি) জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানে টিভিএস অটো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জে একরাম হোসাইন, প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বিপ্লব কুমার রায়, টিভিএস মোটর কোম্পানির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (ইন্টারন্যাশনাল বিজনেস) আর দিলীপ, এশীয় অঞ্চলের বিজনেস হেড নীলাংশু নন্দীসহ অন্যান্য কর্মকর্তা এ সময় উপস্থিত ছিলেন।
নতুন মডেলের মধ্যে রয়েছে টিভিএস অ্যাপাচি আরটিআর ১৬০ ফোর-ভি সিঙ্গেল ডিস্ক, যার দাম রাখা হয়েছে এক লাখ ৮৬ হাজার ৯০০ টাকা। টিভিএস ম্যাক্স ১২৫ সিসি পাওয়া যাবে এক লাখ ৩৮ হাজার ৯০০ টাকায়। টিভিএস মেট্রো ১০০ সিসি স্পেশাল এডিশনের দুটি মডেলের দাম ধরা হয়েছে ৯৪ হাজার ৯০০ টাকা ও ৮৮ হাজার ৯০০ টাকা। এ ছাড়া টিভিএস এক্সএল ১০০ আই-টাচের দাম রাখা হয়েছে ৬৯ হাজার ৯০০ টাকা।