হাওর বার্তা ডেস্কঃ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য আনা হবে, গত মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের এমন আশ্বাসে তুষ্টির কথা জানিয়েছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফখরুল বলেছিলেন, সুচিকিৎসার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের আশ্বাসে আমরা আশাবাদী। তিনি এ-ও বলেছিলেন, আমরা বেগম খালেদা জিয়ার অসুস্থতার বিষয়ে এবং তার সুচিকিৎসার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এসেছিলাম।
তিনি আমাদের কথা মনোযোগ দিয়ে শুনেছেন এবং বলেছেন, খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য যা করার আছে তিনি তা করবেন। আমরা মনে করি, স্বরাষ্ট্রমন্ত্রী তার কথা রাখবেন এবং তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সর্বোচ্চ চিকিৎসার জন্য সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করবেন। কিন্তু কয়েক দিনের মাথায় উল্টোচিত্র! বিএসএমএমইউর চিকিৎসায় মহাসচিব তুষ্ট থাকলেও পাঁচ দিনের মাথায় অসন্তুষ্টি ও অতৃপ্তির কথা জানিয়ে দিলেন কারাবন্দি বিএনপি চেয়ারপারসন। গতকাল বিএসএমএমইউর ৬২১-৬২২ নম্বর কেবিন তার জন্য প্রস্তুত করা ছিল। আইনশৃঙ্খলা বাহিনী মাঠে ছিল, কারা কর্তৃপক্ষ সজাগ ছিল খালেদা জিয়াকে হাসপাতালে আনতে।
কিন্তু তিনি ছিলেন অনঢ়। কয়েক ঘণ্টা চেষ্টা করেও তাকে চিকিৎসার জন্য বিএসএমএমইউ-তে আনা যায়নি। এ নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুল্লাহ আল হারুন বলেন, কারাকর্তৃপক্ষ আমাদের নিশ্চিত করেছে, খালেদা জিয়া আসবেন না। তারা আমাদের জানিয়েছেন, খালেদা জিয়াকে বিএসএমএমইউ-তে আনা হচ্ছে না। আমরা প্রস্তুত ছিলাম, মেডিকেল বোর্ড প্রস্তুত ছিল, কেবিনও প্রস্তুত ছিল। মো. আব্দুল্লাহ আল হারুন বলেন, চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে আসেননি কারাগারে থাকা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
গতকাল দুপুরে তাকে বিএসএমএমইউ-তে নেয়ার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হলেও সেখানে যেতে অনীহা প্রকাশ করায় খালেদা জিয়াকে হাসপাতালে নিতে পারেননি কারাকর্তৃপক্ষ। পরিচালক আরও বলেন, খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড সেখানে গিয়েছিল। এর আগে তার যে চিকিৎসা দেয়া হয়েছিল, তার ফলোআপ হিসেবে আজকে (গতকাল) আসার কথা ছিল তার। তবে সাবেক ওই প্রধানমন্ত্রী রাজধানীর বেসরকারি ইউনাইটেড হাসপাতালে নিজস্ব বিশেষজ্ঞদের মাধ্যমে চিকিৎসা নিতে চান বলে জানিয়েছেন বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের আহ্বায়ক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।
গতকাল দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের কেবিন ব্লকের সামনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার এ কথা বলেন। ডোনার বলেন, উনার (খালেদা জিয়া) যে ইচ্ছা, ইউনাইটেড হাসপাতালে তিনি চিকিৎসা নিয়ে থাকেন। ওখানে নিজস্ব যে বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন, যারা সারাজীবন তাকে দেখেছেন, সেই ডাক্তাররা ওখানে আছেন, বেগম জিয়া চান তাদের অধীনে চিকিৎসা নিতে। ড্যাবের আহ্বায়ক বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুবই খারাপ। এমনকি হুইল চেয়ারে বসার যে পাদানি থাকে, সেখানেও ঠিকমতো বসতে পারেন না।
খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসক এফএম সিদ্দিকী কারাগারে গিয়েছিলেন। সেখানে বেগম জিয়া স্পষ্ট করে বলেছেন, বেসরকারি হাসপাতাল ইউনাইটেডে যে বিশেষজ্ঞ ডাক্তার আছেন, তাদের অধীনে চিকিৎসা নিতে। সুতরাং এটা যে খুব একটা বড় দাবি আমরা তা মনে করি না। তাকে পিজিতেই আনতে হবে এমন তো কথা নেই। এ দেশে অনেকেই আছেন যারা প্যারোলে বিদেশে গিয়েছিলেন, এখনো যাচ্ছেন চিকিৎসার জন্য। খালেদা জিয়া চিকিৎসার জন্য প্যারোলে যাবেন কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তিনি প্যারোলে যাবেন কি না সেটা তার ব্যাপার। দেশেই চিকিৎসা পাচ্ছেন না, প্যারোলে মুক্তি তো পরের ব্যাপার।