হাওর বার্তা ডেস্কঃ রাজধানীতে সকাল থেকেই শুরু হয়েছে তুমুল বৃষ্টি। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে বৃষ্টি নামে।
বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। একদিকে অতিবর্ষণ, অন্যদিকে গণপরিবহন সংকট-দুই মিলিয়ে চরম দুর্ভোগে পড়েছেন ঢাকাবাসী। সকালে স্কুল-কলেজে যাওয়া শিক্ষার্থীরা ছাড়াও অফিসগামী লোকজন বৃষ্টির কারণে বিভিন্ন জায়গায় আটকা পড়েন। কেউ কেউ ভিজে জবুথবু হয়ে অফিসে পৌঁছান।
গাড়ির অপেক্ষায় থাকতে গিয়ে কেউ কেউ আশপাশের দোকানপাটের ছাউনির নিচে আশ্রয় নেন। সাতসকালেই নগরবাসীকে এক ধরনের বিড়ম্বনায় পড়তে হয়েছে। দীর্ঘ সময় অপেক্ষার পর কেউ কেউ গাড়িতে উঠতে পারলেও বাকিরা উপায় না দেখে হেঁটেই নিজ নিজ গন্তব্যে রওনা দিয়েছেন।
বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন রাস্তায় পানি জমে গেছে। এতে ভোগান্তি চরমে ওঠেছে।