ঢাকা ০৩:০০ অপরাহ্ন, সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ২৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সারাদেশে শিক্ষার মানোন্নয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে পিয়ার ইন্সপেক্শন কর্মসূচি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩১:২৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০১৫
  • ৪২৫ বার

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, নতুন উদ্ভাবিত পিয়ার ইন্সপেক্শন কর্মসূচি শিক্ষাপ্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি সারাদেশে শিক্ষার মানোন্নয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্ত্রী আজ ঢাকায় সিরডাপ ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে শিক্ষাপ্রতিষ্ঠানের পিয়ার ইন্সপেকশন কর্মসূচির উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতায় একথা বলেন।

শিক্ষামন্ত্রী তাঁর বক্তৃতায় বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন ও নিরীক্ষার দায়িত্বে নিয়োজিত পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ) এর পক্ষে প্রতিষ্ঠানটির অত্যন্ত সীমিত জনবল দিয়ে সারা দেশে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন ৩৬ হাজার শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনের কাজ পরিচালনা করা একেবারেই অসম্ভব। আর তাই স্বচ্ছতায় ও জবাবদিহিতে বিশ্বাসী শেখ হাসিনার সরকার শিক্ষাপ্রতিষ্ঠানে পিয়ার ইন্সপেক্শন কর্মসূচি চালু করেছে।

শিক্ষামন্ত্রী পিয়ার ইন্সপেকশন পদ্ধতির বিস্তারিত তুলে ধরে বলেন, এ কর্মসূচেতে একই ধরণের প্রতিষ্ঠানসমূহ নিজেদের নিজেরাই পরিদর্শন ও নিরীক্ষা করবে। নিজেদের ভাল খারাপ ত্রুটি বিচ্যুতি নিজেরাই খুঁজে বের করবে। অন্য প্রতিষ্ঠানের ভালো বিষয় নিজের প্রতিষ্ঠানে শিক্ষার মানোন্নয়নে অনুসরণের সুযোগ থাকবে।

জনাব নাহিদ বলেন, প্রতিষ্ঠান প্রধান পর্যায়ের এসব পরিদর্শনের বিস্তারিত প্রতিবেদন সবার জানার জন্য ডিআইএ’র ওয়েবসাইটে আপলোড করতে হবে।

ডিআইএ’র ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিয়ার ইন্সপেকশন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন শিক্ষা সচিব মোঃ নজরুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন এবং শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ আব্দুল্লাহ্ আল হাসান চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিআইএ’র পরিচালক প্রফেসর মোঃ মফিজ উদ্দিন আহমদ ভূইয়া।

এর আগে শিক্ষামন্ত্রী আজ মতিঝিল মডেল স্কুল এন্ড কলেজে পিয়ার ইন্সপেক্শন কর্মসূচির উদ্বোধন করেন।

রাজধানীর লালমাটিয়া মহিলা কলেজ ও মতিঝিল মডেল স্কুল এন্ড কলেজ নতুন এ কর্মসূচির আওতায় নিজেদের ইন্সপেকশন করবে বলে কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে স্থির হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

সারাদেশে শিক্ষার মানোন্নয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে পিয়ার ইন্সপেক্শন কর্মসূচি

আপডেট টাইম : ০৯:৩১:২৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০১৫

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, নতুন উদ্ভাবিত পিয়ার ইন্সপেক্শন কর্মসূচি শিক্ষাপ্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি সারাদেশে শিক্ষার মানোন্নয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্ত্রী আজ ঢাকায় সিরডাপ ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে শিক্ষাপ্রতিষ্ঠানের পিয়ার ইন্সপেকশন কর্মসূচির উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতায় একথা বলেন।

শিক্ষামন্ত্রী তাঁর বক্তৃতায় বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন ও নিরীক্ষার দায়িত্বে নিয়োজিত পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ) এর পক্ষে প্রতিষ্ঠানটির অত্যন্ত সীমিত জনবল দিয়ে সারা দেশে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন ৩৬ হাজার শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনের কাজ পরিচালনা করা একেবারেই অসম্ভব। আর তাই স্বচ্ছতায় ও জবাবদিহিতে বিশ্বাসী শেখ হাসিনার সরকার শিক্ষাপ্রতিষ্ঠানে পিয়ার ইন্সপেক্শন কর্মসূচি চালু করেছে।

শিক্ষামন্ত্রী পিয়ার ইন্সপেকশন পদ্ধতির বিস্তারিত তুলে ধরে বলেন, এ কর্মসূচেতে একই ধরণের প্রতিষ্ঠানসমূহ নিজেদের নিজেরাই পরিদর্শন ও নিরীক্ষা করবে। নিজেদের ভাল খারাপ ত্রুটি বিচ্যুতি নিজেরাই খুঁজে বের করবে। অন্য প্রতিষ্ঠানের ভালো বিষয় নিজের প্রতিষ্ঠানে শিক্ষার মানোন্নয়নে অনুসরণের সুযোগ থাকবে।

জনাব নাহিদ বলেন, প্রতিষ্ঠান প্রধান পর্যায়ের এসব পরিদর্শনের বিস্তারিত প্রতিবেদন সবার জানার জন্য ডিআইএ’র ওয়েবসাইটে আপলোড করতে হবে।

ডিআইএ’র ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিয়ার ইন্সপেকশন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন শিক্ষা সচিব মোঃ নজরুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন এবং শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ আব্দুল্লাহ্ আল হাসান চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিআইএ’র পরিচালক প্রফেসর মোঃ মফিজ উদ্দিন আহমদ ভূইয়া।

এর আগে শিক্ষামন্ত্রী আজ মতিঝিল মডেল স্কুল এন্ড কলেজে পিয়ার ইন্সপেক্শন কর্মসূচির উদ্বোধন করেন।

রাজধানীর লালমাটিয়া মহিলা কলেজ ও মতিঝিল মডেল স্কুল এন্ড কলেজ নতুন এ কর্মসূচির আওতায় নিজেদের ইন্সপেকশন করবে বলে কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে স্থির হয়।