হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের ভৈরবে এলিন ফুড প্রোডাক্টস কোম্পানির কর্মচারীদের বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ শরিবার সকাল সাড়ে ৭টায় লক্ষীপুর এলিন ফুড প্রোডাক্টস কোম্পানি সম্মুখে থেকে মোঃ শামীম, শফিক, রাকিবের নেতৃত্বে উপজেলার পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিসিলে আমাদের সর্ব নিম্ন বেতন ৩ হাজার থেকে ৪ হাজার, ৪ হাজার থেকে ৫ হাজার টাকা বেতন বৃদ্ধি করাসহ ৩ দফা দাবি করেন। তাছাড়া প্রতি মাস শেষ নির্ধারিত তারিখে বেতন দিতে হবে, সরকারি বিধি মোতাবেক বেতন দেওয়া সহ বেতন সাথে বোনাসও দিতে হবে। যদি আমাদের দাবি না মেনে নেই তাহলে পরর্বতীতে আরো বড় কর্মসূচি পালন করবে বলে হোসিয়ারি দেন।