রাজধানীর খিলগাঁও’য়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. কাজল আহামেদ (৪৮) নামে এক ব্যবসায়ী আহত হন। আজ বৃহস্পতিবার সকালে এ ঘটনাটি ঘটে।
আহত কাজল নোয়াখালী সোনাইমুড়ী উপজেলার নুর আহমেদ এর ছেলে। খিলগাঁও বাজারে তার দোকান রয়েছে।
প্রত্যক্ষদর্শী আহতের সংঙ্গে থাকা ভাগ্নি তন্নি জানিয়েছেন, তন্নি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তাদের পরিবারের কয়েকজন সদস্য রায়সাহেব বাজার এলাকায় এক আত্মীয়ের বাড়ি বেড়াতে গিয়েছিলেন। আজ সকালে সেখান থেকে ব্যাটারি চালিত অটোরিকশা করে খিলগাঁও গোড়ান টেম্পু স্ট্যান্ড এলাকার বাসায় ফিরছিলেন। পথিমধ্যে সকাল আনুমানিক সোয়া ৬ টার দিকে গোড়ান আদর্শ পাড়া এলাকায় মোটরসাইকেল করে তিনজন ছিনতাইকারী দেশীয় অস্ত্র নিয়ে তাদের গতিরোধ করে। গলায় চাপাতি ধরে জিম্মি করে তাদের কাছে থাকা দুটি আইফোন, স্বর্ণের চেইন, আংন্টি, নগদ ৫,০০০ টাকা ছিনিয়ে নেয়। যাওয়ার সময়ে ছিনতাইকারীরা তার মামা উরুতে ও হাতে কোপ দিয়ে আহত করে। পরে আহত অবস্থায় মামা’কে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে আসেন তিনি।
ভুক্তভোগী তন্নি আরও বলেন, ঘটনা স্থলের পাশে সিসিটিভি ক্যামেরা আছে। সিসিটিভি অনুসন্ধান করলে ছিনতাইকারীদের চিহ্নিত করা যাবে।