দীর্ঘ অপেক্ষার পর মিশরের পার্লামেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। রোববার এক বিবৃতিতে নির্বাচন কমিশন জানিয়েছে, অক্টোবর মাসের ১৮-১৯ তারিখে অনুষ্ঠিত হবে এই নির্বাচন। এর আগে গত মার্চে সাধারণ নির্বাচনের প্রথম দফায় ভোট গ্রহণ অুনষ্ঠিত হয়েছিল। তবে এ নির্বাচনের এক বিধিকে অসাংবিধানিক বলে আদালত রুল জারি করার পর তা স্থগিত হয়ে যায়। রোববার এক সংবাদ সম্মেলনে মিশরেরর নির্বাচন কমিশন জানিয়েছে, দু দফায় অনুষ্ঠিত হবে এ নির্বাচন। পার্লামেন্ট নির্বাচনে প্রথম দফা ভোট হবে ১৮-১৯ অক্টোবর। দ্বিতীয় দফায় ভোট হবে ২২-২৩ নভেম্বর। গত তিন বছর ধরে মিশরে কোনো পার্লামেন্ট নেই। ২০১২ সালের জুনে দেশটির একটি আদালত হালের নিষিদ্ধ সংগঠন মুসলিম ব্রাদারহুড নিয়ন্ত্রিত গণতান্ত্রিকভাবে নির্বাচিত পার্লামেন্টের মূল চেম্বারকে বিলুপ্ত করলে এ পরিস্থিতি তৈরি হয়। মার্চে নির্বাচন হওয়ার কথা থাকলেও নির্বাচনী আইনের কিছু অংশকে আদালত অসাংবিধানিক ঘোষণা করায় দেরি হয়। পার্লামেন্ট বিলুপ্ত করার পর দেশটিতে প্রথমবারের মত গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে সরিয়ে দিয়ে ক্ষমতা দখল করেন সামরিক প্রধান আবদেল ফাত্তাহ আল সিসি। ক্ষমতা দখলের পরপরই ওই সামরিক সরকার দেশটিকে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরিয়ে আনতে একটি রোডম্যাপ ঘোষণা করেছিল। তাদের এই ঘোষণার পরই ইসলামপন্থি হিসেবে পরিচিত মুরসির সমর্থকদের ওপর নেমে আসে ইতিহাসের সবচেয়ে কঠিন অবদমন যা এখনো অব্যাহত রয়েছে। ২০১২ সালের জুলাইয়ের পর থেকে দেশটির নিরাপত্তা বাহিনী রাস্তায় ফেলে শত শত বিক্ষোভকারীকে হত্যা করেছে। গ্রেপ্তার করা হয়েছে আরো হাজার হাজার বিরোধী দলীয় নেতাকে। ২০১১সালে মিশরের সাবেক স্বৈরশাসক হোসনি মোবারক ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশটির প্রথম অবাধ ও গণতান্ত্রিক নির্বাচনে অংশ গ্রহণ করে ব্রাদারহুড ৪৪ শতাংশ আসনে জয়লাভ করে। তবে রোববার সিসি সরকার জানিয়েছে, তারা মিশরে গণতন্ত্র ফিরিয়ে আনতে কতটা প্রতিশ্রুতবদ্ধ আসন্ন পার্লামেন্ট নির্বাচনের মাধ্যমেই তা প্রমাণিত হবে।
সংবাদ শিরোনাম
মিশরের পার্লমেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা
- Reporter Name
- আপডেট টাইম : ১০:২৮:০৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০১৫
- ৩৭০ বার
Tag :
জনপ্রিয় সংবাদ